ডিজিটাল ভারতের স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে গেল। কেন্দ্র সরকার জানিয়েছে, ভারতনেট প্রকল্পের অধীনে প্রায় ১.৫ কোটি পরিবার শীঘ্রই অতি কম দামে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা পাবে। শহর ও গ্রামাঞ্চলের মধ্যে ডিজিটাল বিভাজন দূর করার লক্ষ্যে এই উদ্যোগে বড়সড় বাজি খেল কেন্দ্র।
ভারতনেট প্রকল্পের আওতায় গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে ফাইবার অপটিক কেবল বিছিয়ে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেওয়া হচ্ছে। এবার সেই নেটওয়ার্ক ব্যবহার করেই সরকারি সহযোগিতায় প্রতিটি গ্রামীণ পরিবারে পৌঁছে যাবে সাশ্রয়ী ব্রডব্যান্ড।
ট্যারিফ কতটুকু সস্তা হতে পারে?
সূত্রের খবর, মাসে মাত্র ১০০–১৫০ টাকার মধ্যেই ১০০ এমবিপিএস পর্যন্ত স্পিড পাওয়া যাবে। যা বেসরকারি ব্রডব্যান্ড সংস্থাগুলির তুলনায় অনেকটাই কম খরচে।
স্টারলিংকের আগেই ভারতের চমক!
এলন মাস্কের স্টারলিংক ভারতে প্রবেশ করার আগেই এই প্রকল্প দেশের প্রযুক্তি-ক্ষেত্রে এক বিশাল পরিবর্তন আনবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। যেখানে স্টারলিংক স্যাটেলাইট-নির্ভর ও ব্যয়বহুল, সেখানে ভারতনেট গ্রাউন্ড-ভিত্তিক এবং গণমুখী পরিষেবা প্রদান করবে।
কেন এটা গুরুত্বপূর্ণ?
এই প্রকল্প সফল হলে দেশের পড়াশোনা, স্বাস্থ্য, ব্যবসা এবং চাকরি ক্ষেত্রের ডিজিটাল রূপান্তর গ্রামীণ স্তরেও বাস্তবায়িত হবে। প্রযুক্তির মাধ্যমে উন্নয়নের পথ আরও মসৃণ হবে বলেই মনে করা হচ্ছে।