৫০০ টাকার নোট বন্ধ হচ্ছে? সোশ্যাল মিডিয়ার গুজবে জবাব দিল RBI

সোশ্যাল মিডিয়ায় ফের ছড়াল গুজব—এইবার লক্ষ্য ৫০০ টাকার নোট। হোয়াটসঅ্যাপে সম্প্রতি ভাইরাল হওয়া একটি বার্তায় দাবি করা হচ্ছে, শীঘ্রই এটিএম এবং ব্যাঙ্ক থেকে ৫০০ টাকার নোট তুলে নেওয়া হবে। সেই মেসেজে বলা হচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক নাকি ধাপে ধাপে দেশের সর্বাধিক প্রচলিত এই নোটটি বন্ধ করতে চলেছে। আর এতেই সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি ও উদ্বেগ।

তবে এই দাবিকে একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পিআইবি। তাদের ফ্যাক্ট চেক বিভাগ এক্স (পূর্বতন টুইটার)-এ একটি পোস্ট করে জানায়, আরবিআই-এর তরফে এমন কোনও সিদ্ধান্ত বা নির্দেশিকা দেওয়া হয়নি। ৫০০ টাকার নোট পুরোপুরি চালু রয়েছে এবং থাকবে বলেও জানানো হয়েছে। পিআইবি সকলকে সতর্ক করে বলেছে, এই ধরণের গুজবের বিরুদ্ধে সজাগ থাকতে এবং শুধুমাত্র সরকার অনুমোদিত ও নির্ভরযোগ্য উৎস থেকেই তথ্য যাচাই করে নিতে।

আসলে সম্প্রতি আরবিআই যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তাতে ১০০ ও ২০০ টাকার নোটের প্রাপ্যতা বাড়ানোর কথা বলা হয়েছে। দেশের বিভিন্ন ব্যাঙ্ক ও এটিএম পরিচালনাকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে অন্তত একটি ক্যাসেটে ১০০ বা ২০০ টাকার নোট নিয়মিত রাখা হয়। এই নির্দেশ কার্যকর করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৩০ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে। তবে এর সঙ্গে ৫০০ টাকার নোট বন্ধের কোনও সম্পর্ক নেই।

সুতরাং, ৫০০ টাকার নোট এখনই বাজার থেকে উধাও হচ্ছে না। বিভ্রান্তিমূলক বার্তা ছড়িয়ে না দিয়ে, নিশ্চিত তথ্য জানুন সরকার নির্ধারিত উৎস থেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *