Senior Citizen-দের জন্য এবার আরও স্বস্তির যাত্রা আনতে উদ্যোগী হল Indian Railway। মুম্বই লোকাল ট্রেনে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ‘সিনিয়র সিটিজেন স্পেশাল’ কামরা। এই বিশেষ কামরায় থাকছে আরামদায়ক ২ ও ৩ আসনের সিট, নিরাপদভাবে ওঠানামার জন্য অতিরিক্ত হাতল ও বিশেষ সিঁড়ির সুবিধা, এমনকি রাখা হয়েছে ইমার্জেন্সি ল্যাডারও।
মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে ডোম্বিভলি রুটের ইএমইউ লোকাল ট্রেনের ষষ্ঠ কামরাটি শুধুমাত্র প্রবীণদের জন্য সংরক্ষিত। রেল সূত্রে জানা গিয়েছে, কেরালা-সহ অন্যান্য রাজ্যেও শীঘ্রই এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে।
করোনা অতিমারির সময় প্রবীণদের টিকিটে ছাড় বন্ধ হয়ে যাওয়ায় রীতিমতো অসন্তোষ তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটে এই নতুন পদক্ষেপ কিছুটা স্বস্তি দিতে পারে বলে মনে করছে রেলমন্ত্রক।
চলন্ত ট্রেনে প্রবীণ যাত্রীদের যাত্রা যাতে আরও নিরাপদ ও আরামদায়ক হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছে রেল।