২৬ বছর পূর্ণ করল ১৯৯৯ সালের করগিল যুদ্ধ। লাদাখের দ্রাস এবং বাটালিক অঞ্চলে শহীদ জওয়ানদের স্মরণে অনুষ্ঠিত হলো করগিল বিজয় দিবস। Lamochan ভিউ পয়েন্টে শহীদদের সম্মানে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের, যেখানে উপস্থিত ছিলেন শহীদদের পরিবার, সেনা কর্মকর্তারা ও সাধারণ মানুষ।
সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনটি প্রকল্প উদ্বোধন করেন— ‘ই-শ্রদ্ধাঞ্জলি’ পোর্টাল, QR কোড-ভিত্তিক অডিও গেটওয়ে এবং বাটালিকের ‘ইনডাস ভিউ পয়েন্ট’। বাটালিক ছিল করগিল যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী সহ কেন্দ্রীয় নেতারা এই দিনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। কার্গিল যুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ, ফুল বর্ষণ ও ‘লাস্ট পোস্ট’ অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের প্রতি জাতি জানায় গভীর কৃতজ্ঞতা।