বেইজিংয়ে ভারতীয় ছন্দে চীনা কন্যার নৃত্যাভিষেক

দক্ষিণ ভারতের প্রাচীন শাস্ত্রীয় নৃত্যভঙ্গি ভরতনাট্যমের মঞ্চে একক আত্মপ্রকাশ—অর্থাৎ ‘অরঙ্গেট্রম’—সম্পন্ন করলেন ১৭ বছর বয়সি চীনা তরুণী ঝ্যাং জিয়ায়ুয়ান (রিয়া)। বেইজিংয়ে একটি পূর্ণসম্ভার অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের ডেপুটি অ্যাম্বাসাডর অভিষেক শুক্লা এবং বিশিষ্ট চীনা ভরতনাট্যম শিল্পী জিন শান শান।
রিয়া হলেন দ্বিতীয় চীনা ছাত্রী যিনি চীনে প্রশিক্ষণ নিয়ে সফলভাবে অরঙ্গেট্রম সম্পন্ন করলেন। মাত্র ৫ বছর বয়সে ভরতনাট্যম শেখা শুরু করেন রিয়া, এবং ১২ বছর বয়সে জিন-এর পরিচালিত বিশেষ নৃত্যালয়ে ভর্তি হন।
রিয়া জানান, বিগত পাঁচ বছর ধরে প্রতিদিন পাঁচ ঘণ্টা কঠোর অনুশীলনের মাধ্যমে প্রস্তুতি নিয়েছেন এই দিনটির জন্য। অরঙ্গেট্রমের পর শিক্ষার্থীরা একক পরিবেশনা ও নতুন শিক্ষার্থী প্রশিক্ষণের জন্য প্রস্তুত বলে বিবেচিত হন।
জিন শান শান, যিনি চেন্নাইয়ের কালাক্ষেত্র ফাউন্ডেশন-এ প্রশিক্ষণ নিয়েছেন এবং ভারতীয় দূতাবাসের বিবেকানন্দ কালচারাল সেন্টারে শিক্ষকতা করেন, জানান তাঁর বিদ্যালয়ে প্রায় ১০০ জন ছাত্রছাত্রী নিয়মিত ভরতনাট্যম শিখছেন।
চীনে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের প্রতি আগ্রহের বীজ প্রথম রোপণ করেছিলেন কিংবদন্তি নৃত্যশিল্পী ঝ্যাং জুন (১৯৩৩–২০১২), যিনি ভরতনাট্যম, কত্থক ও ওডিশি শিখে এই দেশে জনপ্রিয় করে তুলেছিলেন।
রিয়ার এই অর্জন শুধু তাঁর নয়, বরং ভারত-চীন সাংস্কৃতিক বিনিময়ের এক উজ্জ্বল নিদর্শন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *