আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াডে ভারতের স্বর্ণজয়, বিশ্বে শীর্ষস্থানে

মুম্বাইয়ে অনুষ্ঠিত ১৮তম আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশবিজ্ঞান অলিম্পিয়াডে (IOAA) ভারতীয় দল অসাধারণ সাফল্য অর্জন করেছে। প্রতিযোগিতায় ভারত জিতেছে ৪টি স্বর্ণপদক ও ১টি রৌপ্যপদক, এবং অর্জন করেছে সামগ্রিকভাবে প্রথম স্থান।
প্রায় ৬৪টি দেশের ৩০০-র বেশি প্রতিযোগীর সঙ্গে লড়াই করে এই সম্মান অর্জন করেছে ভারতীয় দল, যারা হোমি ভাভা সেন্টার ফর সায়েন্স এডুকেশনের (HBCSE) অধীনে প্রশিক্ষিত।
এই প্রথমবার IOAA-এর আসর বসে ভারতে, যা প্রতিযোগিতাটিকে ভারতের জন্য আরও গৌরবজনক করে তোলে। ১২টি দেশ এবার প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে, যা প্রতিযোগিতার ব্যাপ্তিকে নতুন মাত্রা দিয়েছে।
২০০৭ সালে শুরু হওয়া IOAA হল উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশবিজ্ঞানে আন্তর্জাতিক মঞ্চ। এখানে পর্যবেক্ষণ, তত্ত্ব ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা যাচাই করা হয়।
ভারতের এই অর্জন শুধু বৈজ্ঞানিক শিক্ষার উৎকর্ষকেই তুলে ধরে না, বরং আগামী প্রজন্মকে বিজ্ঞান, বিশেষ করে জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ গবেষণায় আগ্রহী করে তুলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *