হকিতে অজেয় ভারত

টোকিও এবং প্যারিস অলিম্পিকে জোড়া ব্রোঞ্জ জয়ের পর এবার এশিয়া কাপ (২০২৫) এও শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নিলো ভারতীয় হকি দল।
বিহারের রাজগীরে ফাইনালে ডিফেনডিং চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে রীতিমতো গুড়িয়ে দিল ‘ মেন ইন ব্লু ‘ রা।
দিন কয়েক আগেই এই টিমের বিরুদ্ধে ভারত পিছিয়ে গিয়েও ২- ২ এ ড্র করলেও ফাইনালে সেই ভুল গুলি সংশেধিত করে আক্রমণ ও পাল্টা আক্রোমনে বিপক্ষ টিমকে দাঁড়াতেই দেয়নি ভারতীয় হকি দল।
দিলপ্রীত সিংয়ের জোড়া গোল এবং সুখপ্রীত সিং ও অমিত রোহিদাসের একটি করে গোলে ভারত এই জয় নিশ্চিত করে।। ২০০৩ সালে কুয়ালালামপুরের মাঠে প্রথমবার হকিতে এশিয়া সেরার মুকুট পড়েছিল ভারতীয় হকি দল। এরপর ২০০৭ সালে চেন্নাই ও ২০১৭ তে বাংলাদেশের ঢাকাতে ভারত এই কাপ জয় করেছিল।
এশিয়া সেরা হওয়ার সাথে সাথে আগামী হকি বিশ্বকাপের ছাড়পত্রও আদায় করে নেয় ভারতীয় হকি দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *