কিছুকাল আগে ঘটে গেলো দুদিন ব্যাপী বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ বিষ্ণুপুর নৃত্য উৎসব ২০২৫ ‘। এই উৎসবটি যদুভট্ট মঞ্চে ২৬ ও ২৭ শে জুলাই ২০২৫ অনুষ্ঠিত হয়েছিল এবং যেটি এবার ১০ তম বর্ষে পদার্পন করলো।এই মনোমুগ্ধকর প্রোগ্রামটি আয়োজন করেছিলো ‘ ইন্ডিয়ান হিউম্যানিটি ফাউন্ডেশন ‘,যার পরিচালনায় ছিলেন শ্রী বিধান চন্দ্র দাস ও শ্রী নবীন শর্মা।’ সুর লহরী নৃত্যায়ন ‘ এর মেন্টর শ্রীমতি ঝুমুর ঘোষ যিনি সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদের অনুমোদিত শিক্ষিকা তিনি ও তার দলের সদস্য ডেইসি ঘোষ, অঙ্কিতা দাস, তৃষিতা ঘোষ, গুনগুন রায়, নন্দিতা দাস এবং শ্রুতি চট্টপাধ্যায় এই উৎসবে অংশগ্রহনের মাধ্যমে উৎসবটিকে আলোকোজ্জ্বল করে তোলেন।
উক্ত অনুষ্ঠানে ‘ সুর লহরী নৃত্যায়ন’ এর স্টুডেন্টদের ‘ বঙ্গ মোহিনী কলা ‘ আওয়ার্ড ও শ্রীমতি ঝুমুর ঘোষকে ‘ বঙ্গ রত্ন ‘সম্মানে সম্মানিত করা হয়। যা শ্রীমতি ঝুমুর ঘোষের সাথে সাথে সমগ্র পরিষদের গৌরবকে উজ্জ্বলিত করেছে।