বিখ্যাত রবীন্দ্র সংগীত ‘ পুরানো সেই দিনের কথা ‘ গানটি আসলে একটি বিখ্যাত স্কটিশ গান থেকে অনুপ্রাণিত হয়েছিলো।
সালটা ১৮৭৮,সতেরো বছর বয়সের রবি ইংল্যান্ড পারি দিচ্ছেন আইন শিক্ষার উদ্দেশ্যে। যদিও রবির মন পড়েছিল তার কবিতা, গান আর পরিবারের লোকেদের জন্য। ইনল্যান্ডের অচেনা লোক ও অচেনা পরিবেশের মধ্যে রবির মনে গেঁথে যায় একটা অচেনা সুর। যেটি একটি বিখ্যাত স্কটিশ গান ‘ অল্ড লাং সাইন ‘ যার ইংরাজি মানে হলো ‘ ফর দা সেক অফ ওল্ড টাইমস ‘।এই গানটির স্রষ্টা হলেন বিখ্যাত স্কটিশ কবি ও গীতিকার রাবার্ট বানস। যিনি ১৭৮৮ সালে এই গানটি রচনা করেছিলেন। এই গানটি ছিল বন্ধুদের বিদায় জানানোর গান। রবি ভাবেন এই আবেগপ্রবণ গানটি যদি বাংলায় লেখা হয় তাহলে ভালো হয় এবং তিনি এটি বাংলায় লেখেন যা ১৮৮৫ সালে প্রকাশিত হয়।
বন্ধুদের জন্য বা পুরোনো স্মৃতির জন্য এই গানটি বাঙালির হৃদয়ে গেঁথে যায় যা আজও বাঙালির মনে বিরাজ করে চলেছে।