BCCI AGM ২০২৫: নতুন নেতৃত্বের সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বা বি. সি. সি. আই(BCCI) এর ৯৪ তম বার্ষিক জেনারেল মিটিং আগামী ২৮ শে সেপ্টেম্বর মুম্বাইতে অনুষ্ঠিত হতে চলেছে। স্টেট আসসিয়েশন এর দেবজিৎ সাইকিয়ার বক্তব্য অনুযায়ী যে পদগুলির জন্য ভোট হবে সেগুলি হলো সভাপতি, উপ – সভাপতি, সচিব, উপ – সচিব ও কোষাধ্যক্ষের।
বর্তমান সভাপতি রজার বিনি ও উপ – সভাপতি রাজীব শুক্লা নতুন প্রস্তাবিত নামগুলি নিয়ে যথেষ্ট কৌতূহল প্রকাশ করেছেন।
প্রাক্তন ক্রিকেটার ও অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ক্রিকেট আসসিয়েসন অফ বেঙ্গল এর সভাপতিত্ব করবেন বলে জানা গেছে। আগামী ২২ শে সেপ্টেম্বর তিনি এ. জি. এম ( এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার ) রূপে এই দায়ীত্ব গ্রহণ করবেন।
উপ – সভাপতি রাজীব শুক্লা তার পদে আসীন থাকবেন কিনা সে বিষয়ে কোনো নির্দিষ্ট খবর পাওয়া যায়নি।
বর্তমান আই.পি. এল সভাপতি অরুন সিং ধুমালকে ক্রিকেট বোর্ড এর নিয়ম অনুযায়ী গত ছয় বছরে নানা পদ ( বি. সি. সি. আই কোষাধ্যক্ষ ২০১৯ – ২০২২ ) এ থাকার জন্য আগামী তিন বছর নিস্ক্রিয় হতে হবে। এই পদ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। আপাতত সচিব সাইকিয়া, কোষাধ্যক্ষ প্রভজিৎ সিং ভাটিয়া এবং রোহন গাউনস দেশাই তাদের পদেই আসীন থাকছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *