বন্যা বিপর্যস্ত পাঞ্জাব। গত ৩৭ বছরে এমন ভয়াবহ বন্যা দেখেনি এই রাজ্য। লাগাতার অতিভারী বৃষ্টির জলে ভেসে গিয়েছে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা। তার সাথে লাফিয়ে বাড়ছে মৃত্যুর হারও।পরিস্থিতি এতটাই খারাপ যে পাঞ্জাবকে ‘ বিপর্যস্ত রাজ্য ‘ ঘোষণা করেছে সেখানকার আপ সরকার।
বলিউড অভিনেতা রনদীপ হুডা থেকে খেলোয়াড় হরভজন সিং, মোহাম্মদ শামীর পর এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউড অভিনেতা শাহরুখ খানের ‘ মীর ফাউন্ডেশন ‘। দিনরাত এক করে পাঞ্জাবে উদ্ধারকার্য চালাচ্ছে আর্মি, নেভি ও বায়ুসেনা।
বন্যাদুর্গত এই পরিবারগুলিকে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী যেমন ওষুধপত্র, স্বাস্থ্যবিধির নানান সরঞ্জাম, শুকনো খাবার, ফোল্ডিং খাট ও তুলার ম্যাটরেস ইত্যাদি দিয়ে সাহায্য করছে মীর ফাউন্ডেশন।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বন্যা কবলিত মানুষদের স্বাস্থ্য, নিরাপত্তা ও আশ্রয়ের মতো প্রাথমিক চাহিদা গুলি পূরণ করা, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে। ওষুধপাতি পাঠানোর পাশাপাশি দুঃস্থদের চিকিৎসার দায়ভারও বহন করছেন শাহরুখ খান।