রবিবার বিকেলে ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তরবঙ্গ ছাড়াও অসম, কোচবিহার। রবিবার বিকেল ৪-৪১ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভত হয়। যার রিখটার স্কেলের কম্পন মাত্রা ছিল ৫. ৮। উত্তরবঙ্গেও কম্পন অনুভূত হয়েছে মৃদু কম্পন টের পাওয়া গেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গেও। উত্তর ভারত ছাড়া কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশের বিভিন্ন স্থানেও।
অসম সরকার অধিকারিক জানিয়েছেন, তাৎক্ষণিক ভাবে কোনোও প্রানহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। রবিবার বিকেল ৪. ৪১ মিনিটে এই ভূমিকম্পটি ঘটে এবং এর কেন্দ্রস্থল ছিল উপালগুলি জেলায়। ভূমিকম্পের গভীরতা ছিল ৫ কিমি। এমন কোনো দুর্ঘটনার ঘটনা আগে কখনো আসামে ঘটেনি। ভূমিকম্পর সারফেস অনুভূত হয়েছে বাংলা জুড়ে। যদিও এই কম্পন সবচেয়ে কম্পিত হয়েছে উত্তরবঙ্গে।