ব্যাডমিন্টনে সোনা অধরা ভারতের

হংকং ওপেনের ফাইনালে রূপো জিতেই সন্তুষ্ট থাকতে হলো লক্ষ্য সেন, সাত্বিক সাইয়ে, স্বাত্বি সাইরাজ রানকিডডে ও চিরাগ শেট্টিকে। সিঙ্গেলস ও ডবল দুটি গেমেই হারলো ভারত। সিঙ্গেল ফাইনালে চীনের লি সি ফেঙয়ের কাছে হারলেন ভারতের লক্ষ সেন (১৫-২১, ১২-২১)। ডবল ফাইনালে চীনা জুটি লিইয়াং ওয়েই ও ওয়াং চ্যায়াংয়ের কাছে হারলেন সাত্বিক সাইরাজ রাইকিদ্দে ও চিরাগ শেট্টি। (২১-১৯, ১৪-২১, ১৭-২১ ) এ। লক্ষ্য হারলেন স্ট্রেট সেটে। সাত্বিক – চিরাগ প্রথম গেমে জিতলেও পরে দুটি গেম হারেন।
ব্যাডমিন্টনে সুপার ৫০০ প্রতিযোগিতা জেতার স্বপ্ন এখনও ওধুরা রয়ে গেলো লক্ষ্যের। ৯ পয়েন্ট এর পরে ব্যবধান বাড়াতে শুরু করলেন ফেঙ। লক্ষ্যের স্মাশ রিটার্ন এ সমস্যা হচ্ছিলো। সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে ফেঙ এই ম্যাচটি জিতে নেন। ফলে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়ে লক্ষ্যকে।
ডাবলসের ফাইনালিনেমার আগে এগিয়ে ছিলেন স্বাতিক – চিরাগরা। তারা এই প্রতিযোগিতার শীর্ষাবাছাই হিসাবে নেমেছিলেন। এর আগে ন ‘ বারের মুখোমুখি সাক্ষাতে ছয় বছর জিতেছিলেন স্বাতিক ও চিরাগ জুটি। কিন্তু প্যারিস অলিম্পিক্সের রুপো জয়ী ( লি আংওয়েই ও ওআঙ চ্যাং) এই জুটির কাছে হারতে হলো ভারতকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *