ক্রিকেট এশিয়া কাপ : ভারত বনাম পাকিস্তান

৭ উইকেটে পাকিস্তানের বিরুদ্ধে বড়ো জয় পেল ভারতীয় ক্রিকেট টিম। পাকিস্তানী অধিনায়ক সলম আঘার টস জিতে ভারতকে বোলিং করতে পাঠিয়েছিল। ভারতের বোলিং দাপটের আগুনে পাকিস্তান শুরু থেকেই কম্পোমান। পাকিস্তানী খেলোয়াড়দের দেখে মনেই হয়নি যে তাদের জেতার ইচ্ছা আছে। দুই ওভারে ৬ রান তুলতে গিয়েই পাকিস্তানের দুই উইকেট চলে যায়। এরপরই শুরু হয় পাকিস্তানের তাসের ঘর ভেঙে পড়া। ১৩ ওভারে মাত্র ৬৪ রান তুলতে গিয়েই সবুজসেনার হাফ উইকেট চলে যায়। পেস – স্পিন দুই খেলাতেই হিমশিম খায় মাইক হেসনের টিম।২০ ওভারের শেষে পাকিস্তানের ইনিংস শেষ হয় ১২৭ রানে, রানরেট গিয়ে দাঁড়ায় ৬. ৩৫ এ। টিম ইন্ডিয়ার পক্ষ থেকেহার্দিক পান্ডিয়া -১, যশপ্রীত বুমরাহ -২, বরুন চক্রবর্তি -১, কুলদীপ যাদব -৩ ও অক্ষর প্যাটেল -২ উইকেট তুলে নেয়। প্রসঙ্গত এতখারাপ পারফর্মেন্স পাকিস্তান হাল – আমলে করেনি। ভারত অধিনায়ক সূর্য্যকুমার যাদবের ৪৭ ও তিলক বর্মার ৩১ রানের মাধ্যমে ভারত এই জয়লাভ করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *