একবার দুবার নয় ১৩ বার নিজের উচ্চতাকে ছাপিয়ে বিশ্ব পোলভল্টে নয়া বেঞ্চমার্ক সেট করলেন আর্মন্ড ডুপ্লানটিস ( জন্ম ১০ ই নভেম্বর ১৯৯৯)। ভক্তরা যাকে আদর করে ডাকে ‘ মোন্ডো ‘ নামে। ২ বার অলিম্পিক চ্যাম্পিয়ন ও ৩ বার ওয়াল্ড আউটডোর চ্যাম্পিয়ন পাঁচ বছর আগে বিশ্ব রেকর্ড ভাঙার যে জার্নিটা শুরু করেছিলেন, ২০২৫ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপেও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন তিনি। ২০২০-২০২৫ পোলভল্টে যতগুলি বিশ্ব রেকর্ড তৈরী হয়েছে সবকটারই স্রষ্টা তিনি। সোমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে তার কাছে শেষবার চলতি বছরে নিজেকে ছাপিয়ে যাবার সুযোগ ছিল। ২০২০ সালে পোল্যান্ডে প্রথম বার বিশ্ব রেকর্ড গড়েছিলেন ডুপ্লানটিস। সেবার তিনি ৬. ১৭ মিটার লাফিয়ে ছিলেন।বিশ্ব অথলেটিকস চ্যাম্পিয়নশিপে প্রত্যাশা মতোই পুরুষদের পোলভল্টে সোনা জিতলেন তিনি। টোকিওতে ৬. ৩০ মিটার উচ্চতা অতিক্রম করে ১৪ বার নিজের বিশ্ব রেকর্ড নিজেই ভাঙলেন এই সুইডিশ অ্যাথলিট। গত আগস্ট এ ৬. ২৯ মিটার লাফিয়ে ১৩ তম বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি। সোমবার তেত্রিশ দিনের মাথায় ৬. ৩০ মিটার লাফিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব নিজের দখলেই রাখলেন ডুপ্লান্টিস। এই নিয়ে টানা তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হলেন তিনি। ২০২২ ইউক্রেন, ২০২৩ বুদাপেস্ট, ও ২০২৫ টোকিও।
সুইডিশ পোলভোল্ট তারকা বলেন,’ আমি ভীষণ খুশি, যেটা ভাষায় ব্যাখ্যা করা যাবেনা। গত দু- সপ্তাহ ধরে আমি এখানে রয়েছি। টোকিওকে আমি উপভোগ করছি। বিশ্ব রেকর্ড গড়েই আমি জাপান ছাড়তে চেয়েছিলাম।’
ডুপ্লান্টিসের অনেকটাই পিছনে শেষ করে (৬. ০০ মিটার )রুপো জিতলেন গ্রীসের কারালাইস, (৫. ৯৫ মিটার ) লাফিয়ে ব্রোঞ্জ গেলো অস্ট্রেলিয়ার কার্টিস মার্শালের ঝুলিতে।