শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে কোলকাতার বড় পুজোগুলির পরিদর্শনে পুলিশকর্তা

দেবীপক্ষের সূচনার অর কয়েকটা দিন। চারপাশে জোরকদমে চলছে পুজোর প্রস্তুতি। সেই আবহে এবার কোলকাতার নামজাদা পুজোগুলির প্রস্তুতি ঘুরে ঘুরে খাতিয়ে দেখবে পুলিশ প্রশাসন। পুজো প্রস্তুতি পরিদর্শনে বেরোচ্ছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ( সদর ) মিরাজ খালিদ।

কলকাতা পুলিশ সূত্রে খবর, আপাতত মোট ১২ টি পুজোর প্রস্তুতি খাতিয়ে দেখা হচ্ছে। প্রথমে বেহালা নুতন দলের পুজো মণ্ডপ দিয়ে যার সূচনা হয়েছে। তারপরই একে একে বরিষা ক্লাব, বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব, অজয় সংহতি, ৪১ পল্লী হরিদেবপুর, নাকতলা উদয়ন সংঘ, কামডহরি পূর্বপাড়া পঞ্চদূর্গা, কেন্দুয়া শান্তিসংঘ পাটুলি, বোসপুকুর তালবাগান, বোসপুকুর শীতলা মন্দির, চেতলা অগ্রণী এবং সুরুচি সংঘের পুজো পরিদর্শন করা হবে।

কোলকাতার নামকরা পূজোগুলিতে মহালয়ার পর থেকেই শুরু হয়ে যায় পুজো দেখার হিড়িক। ভিড়ও হয় মাত্রাছাড়া। তাই আগে থেকেই সবরকম ব্যবস্থাপনা খাতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *