বয়স শুধুই সংখ্যা মাত্র তা আবার প্রমান করলেন কেরলের লীলা জস। ৭১ বছর বয়সে আকাশে ১৩ হাজার ফুট উচ্চতা থেকে ডাইভ দিলেন তিনি। তার পাখির চোখ এখন মহাকাশ। এর আগে কেরলের কোনো বাসিন্দা এতো বয়সে স্কাইডাইভ করেননি।
আকাশের বিমান ওরা দেখে লীলা তার বন্ধুদের আকাশে ওড়ার কথা বলতেন। যা শুনে বন্ধুরা তাকে বয়স নিয়ে খোঁটা দিতেন। যদিও লীলা সেসব গায়ে মাখতেন না, বরং তিনি তার স্বপ্নে বদ্ধপরিকর ছিলেন। কিন্তু কিভাবে তা জানা ছিলনা। তবে সেই সুযোগটা এসে গেলো। লীলার পুত্র পি অনিশ দুবাইয়ের একটি সংস্থায় ইঞ্জিনিয়ার। তার কাছে বেড়াতে গিয়ে নিজের ইচ্ছার কথা জানান লীলা। তার কথায় ‘ প্রথমে পুত্র ভেবেছিলেন আমি পাগল হয়ে গিয়েছি। পরে ও বোঝে এটা আমার স্বপ্ন।’
ডাইভিইংয়ের প্রক্রিয়ার জন্য দুই লক্ষ টাকা খরচ করেন অনিশ। লীলার কথায় ‘৬০০০ ফুট উচ্চতায় যখন প্যারাসুট নিয়ে নামলাম, তখন বুঝলাম আমি এবার নিরাপদে পৃথিবীতে অবতরণ করতে পারবো।’
কেরলে বাড়িতে ফিরেই নিজের বন্ধুদের সেই স্কাইডাইভিংয়ের ভিডিও দেখান লীলা।সবাই তার সাহসকে কুর্নিশ জানিয়েছেন।
লীলা তার কৃতিত্ব দিয়েছেন তার বাবাকে। তিনি জানান সেনাঅধিকারিক বাবাই ভয়কে জয় করতে শিখিয়েছিলেন। তার এখনকার স্বপ্ন মহাকাশে পারি দেওয়া।