প্রয়াত টলিউড ও বলিউড বহুল জনপ্রিয় অসমীয়া সংগীত শিল্পী জুবিন গর্গ। স্কুবা ডাইভিং করতে গিয়ে তার এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটে। সমুদ্র থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তারদের পর্যবেক্ষনে রাখা হয় তাকে। তার মৃত্যুর বিষয়টি হাপাতাল কর্তৃপক্ষ দ্বারা নিশ্চিত করা হয়েছে।
জুবিন নর্থ – ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন। তার আকস্মিক মৃত্যুতে ভক্তরা মর্মাহত।
ইয়া আলী, দিল তুহি বাতার মতো গান গুলি আজও শ্রোতার মুখে মুখে ফেরে। বোঝেনা সে বোঝেনা, পরান যায় জ্বলিয়ারে, খোকা ৪২০ এর মতো হিট বাংলা ছবির অনেক গান তার গাওয়া।
সিঙ্গাপুরে ‘ নর্থ – ইস্ট ফেস্টিভ্যাল ‘ এ যোগ দিতে গিয়েছিলেন বিখ্যাত গায়ক। ২০ শে সেপ্টেম্বর ও ২১ শে সেপ্টেম্বর পারফর্ম করার কথা ছিল তার।
তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। গায়কের আকস্মিক মৃত্যুতে শোকস্তদ্ধ বিনোদন দুনিয়াও। দুঃখ প্রকাশ করেছেন সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলী, অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জী প্রমুখ।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন ‘ অসমের বড় ক্ষতি। ভাষায় প্রকাশ করতে পারবোনা। জুবিন আমাদের কাছে কি ছিল। যে শুন্যস্থান রেখে গেল তা পূরণ করা অসম্ভব।’