দেবী দূর্গা বিভিন্ন বাহনে মর্ত্যতে আসেন এবং যান।যা পঞ্জিকা ও দশমী তিথির দ্বারা নির্ধারিত হয়।এই প্রধান চারটি বাহন হলো
(১)হাতি
(২)নৌকা
(৩) ঘোড়া ও
(৪) পালকি
বিভিন্ন বাহনের অর্থ গুলি হলো
(১)হাতি বা গজ :দেবীর আগমন হাতি বা গজে হলে শান্তি,সমৃদ্ধি, বৃষ্টিপাত ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে।
(২)নৌকা :দেবী নৌকায় এলে বন্যা বা জলপ্লাবনের আসঙ্কা থাকে।আবার এই বাহন সমৃদ্ধির বাহক ও হতে পারে।
(৩) ঘোড়া : দেবীর ঘোড়ায় আগমন অশুভ ইঙ্গিত বহন করে।
(৪) দোলা / পালকি : দেবীর এই আগমনে মহামারী, মড়ক বা দুঃখ কষ্টের আশঙ্কা থাকে।
এই বছর (২০২৫)মায়ের আগমন ঘটছে গজে বা হাতির পিঠে এবং গমন হচ্ছে দোলায় বা পালকিতে।