পরপর দুই ম্যাচ এ অভিষেক শর্মার ইনিংস ভারতকে জেতালো। অভিষেককে সঙ্গ দিলেন শুভমন গিল। তবে বাংলাদেশের বিরুদ্ধে যেখানে ২০০ র বেশি রান হওয়া উচিত সেখানে ১৬৮ রানে থামলো ভারত। তবে বোলারদের দাপটে বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠল ভারত। শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামবে ভারত। অপরদিকে বৃহস্পতিবার পাকিস্তান – বাংলাদেশ এর ম্যাচ সেমিফাইনাল হয়ে দাড়ালো। সেই ম্যাচ যারা জিতবে তারা রবিবার এশিয়া কাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলবে।
আরও একটি অর্ধশতরান করলেন অভিষেক শর্মা। আগের ম্যাচে ২৩ বলে করেছিলেন। এই ম্যাচে করলেন ২৫ বলে। যতক্ষণ অভিষেক ক্রিজে ছিল ভারত আরামশে ২০০ রান টপকাবে বলে আশা ছিল। কিন্তু তিনি আউট হতেই ম্যাচের ছবিটা বদলে গেলো। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করলো ভারত।
তবে ভারতীয় বোলাররা দাপট দেখালেন। বুমরাহের পর ভারতীয় দলের তিন স্পিনারের সামনে খেই হারালো বাংলাদেশ। পুরো ২০ ওভার খেলতে পারলোনা তারা। ১৯. ৩ ওভারেই ১২৭ রানে অলআউট হয়ে গিয়ে ভারতকে সহজ জয় দিলো বাংলাদেশ।