দিনহাটার একটা সাধারণ গলি থেকে, মাটির গন্ধে বেড়ে ওঠা ময়ূরাক্ষী চন্দ আজ দেশের গর্ব। মহাকাশ গবেষণার অন্যতম প্রাণকেন্দ্র ইসরোতে বিজ্ঞানী হিসাবে নিজের আসন তিনি নিশ্চিত করেছেন।
দিনহাটা গার্লস হাইস্কুল থেকে ২০১৪ সালে মাধ্যমিক পাশ করে দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন তিনি। তারপর কৃষিবিজ্ঞান নিয়ে স্নাতক করেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে। স্নাতক শেষ করে ময়ূরাক্ষী চলে যান দিল্লির ইন্ডিয়ান এগ্রীকালচারল রিসার্চ ইনস্টিটিউটে। সেখানে শুরু করেন মাটির গঠন, জীববৈচিত্র এবং তার সম্ভাবনা নিয়ে গভীর গবেষণা।
২০২৫ সালের জানুয়ারি মাসে ইসরোতে বিজ্ঞানী পদে আবেদন করেন ময়ূরাক্ষী। হাজারো আবেদনের মাঝে অবশেষে ৮ ই এপ্রিল ইসরো জানায় ময়ূরাক্ষী চন্দ জাতীয় রিমোট সেনসিঙ সেন্টারে বিজ্ঞানী হিসাবে নিযুক্ত হয়েছেন।
ময়ূরাক্ষীর এই সাফল্যে দিনহাটা যেমন গর্বিত, তেমনি বাংলাও উজ্জ্বল। আগামী দিনে তার হাত ধরেই ভারতের মহাকাশ গবেষণা আরও উজ্জ্বল অধ্যায় লিখবে এই প্রত্যাশাই ময়ূরাক্ষীর কাছে রইলো।