আলপনা

আলপনা বা আলিম্পন হল লেপন করে করা কারুকার্য, যা সাধারণত একটি বা দুটি রঙের সহজ রেখাচিত্র। এটি মূলত ক্ষণস্থায়ী লোকশিল্প।বাড়ির চৌকাঠে, আঙিনায়, বিয়ের পিঁড়িতে, হিন্দু পুজো মণ্ডপে এবং নানাবিধ সাংস্কৃতিক কাজে আলপনা দেওয়া হয়ে থাকে।
বাংলার আলপনায় চিরন্তন ভাবে ভিজে চালগুড়ো সাদা রং হিসাবে ব্যবহার হয়ে থাকে। এছাড়া তেল – সিঁদুর লাল রং এবং হলুদ বাটা হলদে রং হিসাবেও ব্যবহার করা হয়। আলপনার ছবিগুলি পুরু ও দ্বিমাত্রিক। সাধারনত মেঝের উপরই আলপনা করা হয়। অতীত কাল থেকেই বাংলার মহিলারা ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানাদির উদ্দেশেই আলপনা দিয়ে থাকেন।
বিষয়বস্তু হিসাবে আলপনায় আঁকা হয় পদ্ম, ধানের গুচ্ছ, বৃত্তায়িত রেখা, সূর্য, লক্ষীর পদচিহ্ন, মাছ, পান, শঙ্খ ইত্যাদি। বর্তমান যুগে মুসলমারাও বিবাহ ও অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে আলপনা এঁকে থাকেন।এই আলপনার রীতিকে অনেক পন্ডিতই ব্রত ও পুজোর সাথে সংশ্লিষ্ট প্রাক – আর্য সময়কার উৎপত্তি বলে চিহ্নিত করেন। প্রচলিত রীতির মধ্যে থেকেও অনুষ্ঠানে এবং শৈল্পিক কারুকার্যে আলপনার রূপভেদ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *