দুর্গা পূজা ইমারশন কার্নিভাল ২০২৫ হতে চলেছে কলকাতার ইতিহাসে সবচেয়ে জাঁকজমকপূর্ণ। আসছে রবিবার, শহরের ১১৩টি পুরস্কারপ্রাপ্ত পূজা কমিটি অংশ নেবে এই মহোৎসবে। ফোর্ট উইলিয়াম থেকে আকাশবাণী ভবন পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ রেড রোড রূপ নেবে এক বিশাল মঞ্চে—যেখানে সাজানো থাকবে শোভাযাত্রা, চলমান ট্যাবলো, নৃত্য, সঙ্গীত এবং নানা থিম-ভিত্তিক প্রদর্শনী। দেবীকে বিদায় জানানোর এই আয়োজন হবে একেবারে শিল্প, সংস্কৃতি ও আবেগের মেলবন্ধন।
এবারের আয়োজন নজিরবিহীন। ২০২৪ সালের ৮৯টি কমিটির তুলনায় এবার অংশ নিচ্ছে ১১৩টি পূজা কমিটি—যা আগের শতবর্ষীয় রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। ২০১৬ সালে যাত্রা শুরু করা এই কার্নিভাল আজ পরিণত হয়েছে কলকাতার অন্যতম বৃহত্তম জনউৎসবে। দেশি-বিদেশি দর্শক, অতিথি ও লাইভ সম্প্রচারের মাধ্যমে প্রতি বছরই এটি পৌঁছে যায় বিশ্বমঞ্চে। শেষ পর্যন্ত দেবী মূর্তিগুলি যাত্রা করবে বাবুঘাটে বিসর্জনের উদ্দেশ্যে।
এই মহা-আয়োজনে সমান্তরালে চলবে বিশাল শহরজুড়ে নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণের প্রস্তুতি। কলকাতা পুলিশ ইতিমধ্যেই ঘোষণা করেছে একাধিক ধাপে চলাচলে বিধিনিষেধের পরিকল্পনা।
- রেড রোড সম্পূর্ণভাবে যান চলাচলের জন্য বন্ধ থাকবে ৫ই অক্টোবর রাত ১২টা থেকে সকাল ৯টা পর্যন্ত।
- দুপুর ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে এজেসি বসু রোড (এক্সাইড থেকে হেস্টিংস), নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন ও রেড রোডে পণ্যবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
- বিকেল ২টা থেকে বন্ধ থাকবে খিদিরপুর রোড, হাসপাতাল রোড (উত্তরমুখী), লাভার্স লেন, কুইন্স ওয়ে, প্ল্যাসি গেট রোড ও এসপ্ল্যানেড র্যাম্প।
- দুপুর থেকে চৌরঙ্গী রোড, জে. এল. নেহরু রোড, ক্যাথেড্রাল রোড, মায়ো রোড, স্ট্র্যান্ড রোড ও হেয়ার স্ট্রিটে গাড়ি পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ।
দর্শকদের মেট্রো, ট্রাম কিংবা বাসে পৌঁছানোর অনুরোধ জানানো হয়েছে। পার্ক স্ট্রিট অথবা এসপ্ল্যানেড থেকে নামার পর আজাদ হিন্দ সরণি, চৌরঙ্গী, আউটরাম রোড কিংবা আর. আর. অ্যাভিনিউ ধরে পায়ে হেঁটে নির্ধারিত আসনভাগে পৌঁছাতে পারবেন দর্শনার্থীরা।
দুর্গোৎসবের এই চূড়ান্ত আয়োজন শুধু এক বিদায় নয়, এক মহাসমারোহ যেখানে শিল্প আর ভক্তি মিলেমিশে ওঠে অনন্য উচ্চতায়। রেড রোডের এই উৎসব কলকাতার সংস্কৃতিকে আবারও বিশ্বদরবারে উজ্জ্বল করে তুলবে।