ISL নিয়ে ‘কথার খেলাপ’, AIFF-কে ধেয়ে এলো ১০ ক্লাবের ক্ষোভের চিঠি

ইন্ডিয়ান সুপার লিগ (ISL) নিয়ে প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে ভারতের ফুটবল ফেডারেশন (AIFF) — এই অভিযোগে বৃহস্পতিবার ফেডারেশনকে একটি কঠোর চিঠি পাঠিয়েছে লিগের দশটি ক্লাব। তবে এই চিঠির তালিকায় মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং অন্তর্ভুক্ত নয়।
AIFF এবং FSDL সুপ্রিম কোর্টে জানিয়েছিল যে ১৫ অক্টোবরের মধ্যে ISL-এর টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তবে নির্ধারিত সেই সময় অতিবাহিত হলেও ফেডারেশন এখনো পর্যন্ত কোনো টেন্ডার ডাকেনি এবং এ নিয়ে কোনো আপডেটও নেই।
এর ফলে ক্লাবগুলো অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। সুপার কাপের প্রস্তুতি শুরু করলেও এখন তাদের থমকে যেতে হচ্ছে। খেলোয়াড়, কোচ ও হোটেল বুকিং সবকিছুই AIFF-এর দেওয়া আশ্বাসের ওপর নির্ভর করে করা হয়েছে। এখন সেই ভরসা ভাঙতে শুরু করেছে।
চিঠিতে ক্লাবগুলোর পক্ষ থেকে জানানো হয়, যোগাযোগের অভাবের কারণে তারা আর্থিক এবং স্পনসরশিপ পরিকল্পনায় বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারা চাইছেন, ফেডারেশন কবে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করবে এবং কবে প্রতিষ্ঠানগুলো নির্বাচিত হবে, সে ব্যাপারে স্পষ্ট তথ্য।
AIFF আগেই জানিয়েছিল, আগামী অক্টোবরেই সুপার কাপ এবং ডিসেম্বর মাসের মধ্যে ISL অনুষ্ঠিত হবে। তবে সময়ের সাথে সাথে উদ্বেগের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ক্লাবগুলোর দৃষ্টি AIFF-এর পরবর্তী পদক্ষেপের দিকে নিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *