মাউন্ট এভারেস্টে ১৯৫৩ সালে প্রথম সফল অভিযানের একটি চাবিকাঠি সদস্য কাঞ্চা শেরপা গতকাল মারা গেছেন। তাঁর বয়স ছিল ৮৯ বছর। দীর্ঘদিন অসুস্থ থাকার পর, তিনি বৃহস্পতিবার সকালে কাঠমান্ডুর কাপান এলাকায় তাঁর নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি মাত্র ১৭ বছর বয়সে ঐতিহাসিক অভিযানে অংশগ্রহণ করেছিলেন, যা এডমন্ড হিলারি ও তেনজিং নর্গেকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের চূড়ায় উঠতে সহায়তা করেছিল। তিনি ছিলেন তিনজন শেরপার একজন, যারা ওই অভিযানের শেষ ক্যাম্প পর্যন্ত পৌছাতে সক্ষম হন।
মৃত্যুর পর তিনি দুই পুত্র, দুই কন্যা এবং নাতি-নাতনিদের স্মৃতি রেখে গেছেন। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া ২০ অক্টোবর শেরপা কায়দায় অনুষ্ঠিত হবে।
তিনি দীর্ঘকাল ধরে হাই-অল্টিটিউড গাইড হিসেবে কাজ করেছেন এবং এভারেস্টের অতিরিক্ত ভিড় ও দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর প্রয়াণে নেপালের পর্বতারোহণ ও পর্যটন মহলে শোকের ছায়া পড়েছে। ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায় এর মাধ্যমে সমাপ্তি ঘটল।