জগদ্ধাত্রী পুজোয় সুখবৃষ্টি পুলিশ আবাসনে সুর ও নৃত্যের জাদু

২০২৫ সালের ২৯শে অক্টোবর, শাপুরজি পুলিশ কমপ্লেক্সে একটি মনোরম সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে সুখবৃষ্টি পুলিশ আবাসিক সোসাইটি। জগদ্ধাত্রী পুজোর পবিত্র পরিবেশে নির্মিত এই অনুষ্ঠানটি আনন্দ ও উদ্দীপনায় ভরপুর ছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর কমিশনারেটের মাননীয়া উপ-পুলিশ কমিশনার শ্রীমতি ঐশ্বরিয়া সাগর, বিধাননগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার শ্রী সম্রাট রায় এবং বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান শ্রী সব্যসাচী দত্ত। তাঁদের উপস্থিতি ও শুভেচ্ছাবাণী অনুষ্ঠানটির সৌন্দর্য ও প্রাণবন্ততা বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানের শুরু হয় মনোমুগ্ধকর ‘পুষ্পাঞ্জলি’ পরিবেশনার মাধ্যমে, যেটির পরিচালনায় ছিলেন খ্যাতনামা নৃত্যশিল্পী ও শিক্ষিকা রত্নমণি ঝুমুর ঘোষ। তিনি সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের স্বীকৃত শিক্ষক। উল্লেখযোগ্যভাবে, এই বছর রত্নমণি ঝুমুর ঘোষ ও তাঁর দল ‘সুর লহরী নৃত্যায়ান’ এই অনুষ্ঠানে তৃতীয় বর্ষে অংশ নিচ্ছেন। তাঁর নেতৃত্বে ২১ জন প্রতিভাবান ছাত্রছাত্রী মিলে নৃত্যের মন্ত্রমুগ্ধকর পরিবেশনা করে দর্শকদের হৃদয় জয় করেন।

সন্ধ্যার গহীন আবহে সুর, তাল ও আবেগের সূক্ষ্ম সংমিশ্রণ গোটা প্রেক্ষাগৃহকে ভরিয়ে দেয়—যেন এক আনন্দ ও সংহতির অভিজ্ঞতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *