ডিব্রুগড়ে শিল্প ও সংস্কৃতির মহোৎসব—সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের জোনাল চিত্রপ্রদর্শনী ও সমাবর্তনের সফল সমাপ্তি

ডিব্রুগড়ে অনুষ্ঠিত সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের আয়োজনে আসামে জোনাল সমাবর্তন ও চিত্র প্রদর্শনী–২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। ২৯ ও ৩০ নভেম্বর অমোলাপট্টি নাট্যমন্দির প্রেক্ষাগৃহে আয়োজিত এই দুই দিনের সাংস্কৃতিক উৎসবে ভারতের বিভিন্ন শিল্পধারা ও সংস্কৃতির একটি উজ্জ্বল মিলন দেখা গেলো।

৩০ নভেম্বর অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের উচ্চমানের ডিপ্লোমা কোর্সের সফল শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করে। পাশাপাশি, অনুষ্ঠানে সম্মানিত শিক্ষক-শিক্ষিকাদের Lifetime Achievement Award দেওয়া হয়, যা পুরো অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি করে।

উভয় দিন বিকেল ২টা থেকে রাত ৮টা পর্যন্ত আসামে অনুষ্ঠিত শিল্প প্রদর্শনীতে রাজ্যের বিভিন্ন এলাকার শিল্পীদের সৃজনশীলতা ও নান্দনিকতা তুলে ধরা হয়েছে। দর্শকরা, শিল্পকলা প্রেমীরা এবং সংস্কৃতি-মনস্ক মানুষদের সমাগমে প্রদর্শনীতে আসলে একটি উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছিল।

সাংস্কৃতিক অঙ্গনের খ্যাতনামা ব্যক্তিত্ব ও কলকাতা থেকে আগত পরিষদের সম্পাদক, ড. শান্তনু সেনগুপ্ত মহাশয়, অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিল্পীদের উৎসাহিত করেছেন। তিনি পরিষদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের ধারাবাহিক প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

সংগঠকদের পক্ষ থেকে বলা হয়, দর্শক, শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমের সহযোগিতা ও উৎসাহের জন্য এই আয়োজন সফল ও স্মরণীয় হয়ে উঠেছে। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ ভবিষ্যতেও ভারতীয় শিল্প-সংস্কৃতির বিকাশে একইভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *