স্ট্যাচু অফ ইউনিটির স্রষ্টা ভাস্কর রাম সুতারের প্রয়াণ

প্রখ্যাত ভাস্কর ও ‘স্ট্যাচু অফ ইউনিটি’-র স্রষ্টা ভাস্কর রাম ভানজি সুতার আর নেই। বয়স হয়েছিল ১০০ বছর। বার্ধক্যজনিত সমস্যায় ভুগে বুধবার রাতে নয়ডার নিজের বাসভবনে তাঁর মৃত্যু হয়।
১৯২৫ সালের ১৯ ফেব্রুয়ারি মহারাষ্ট্রের ধুলে জেলায় জন্ম রাম সুতারের। মুম্বইয়ের জেজে স্কুল অফ আর্ট অ্যান্ড আর্কিটেকচারের গোল্ড মেডালিস্ট এই শিল্পী ভারতের নানা প্রান্তে অসংখ্য স্মরণীয় ভাস্কর্য সৃষ্টি করেছেন। সংসদ ভবনের বাইরে মহাত্মা গান্ধীর মূর্তি, পার্লামেন্টের বাইরে ঘোড়ায় চড়া ছত্রপতি শিবাজী, কলকাতা বিমানবন্দরের নেতাজি সুভাষচন্দ্র বসু, দিল্লির ১৫ জনপথে ড. ভিমরাও আম্বেদকরের ব্রোঞ্জ মূর্তি— সবই তাঁর অনবদ্য সৃষ্টি।
বিশ্বের সর্বোচ্চ মূর্তি ‘স্ট্যাচু অফ ইউনিটি’ তাঁকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। শিল্পকলায় অসামান্য অবদানের জন্য তিনি ১৯৯৯ সালে পদ্মশ্রী, ২০১৬ সালে পদ্মভূষণ এবং সম্প্রতি মহারাষ্ট্র ভূষণ সম্মানে ভূষিত হন। কিংবদন্তি এই ভাস্করের প্রয়াণে শোকস্তব্ধ শিল্পজগৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *