২৮/১২/২০২৫ তারিখে কামারহাটি পারিজাত ওয়েলফেয়ার সোসাইটির ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে আমাদের সুর লাহারি নৃত্যায়ন–এর এক বিরাট মনোগ্রাহী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে সুর লাহারি নৃত্যায়নের জুনিয়র, ইন্টারমিডিয়েট ও সিনিয়র মিলিয়ে মোট ২৩ জন শিল্পী অংশগ্রহণ করেন।

উপস্থিত সকল শিল্পীদের কামারহাটি পারিজাত ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ব্যাজ ও সার্টিফিকেট প্রদান করা হয়। সর্বোপরি, রত্নমণি ঝুমুর ঘোষ–কে ব্যাজ, উত্তরীয়, স্মারক ও সার্টিফিকেট প্রদান করে সম্মানিত করেন পারিজাত ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শ্রী কৌশিক দেবনাথ মহাশয়।

এদিনের অনুষ্ঠানটি ছিল সবচেয়ে স্মরণীয় মুহূর্ত—কারণ ২৫ বছরের নৃত্য প্রতিষ্ঠান সুর লাহারি নৃত্যায়ন, যা গর্বের সঙ্গে SSSP–এর সঙ্গে শিক্ষক, পরীক্ষক ও সেন্টার হোল্ডার হিসেবে যুক্ত। এই উপলক্ষে পারিজাত ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্যদের হাতে ৫,০০০ টাকা নগদ প্রদান করা হয়