হুগলিতে বিরাট ওয়ারহাউজের লিজ নিয়েছে ই – কমার্স সংস্থা ‘ আমাজন ইন্ডিয়া ‘। যদিও এটা হুগলীর বুকে প্রথম নয়, গোটা জেলায় শ্রীরামপুর থেকে ডানকুনি পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাজন, ফ্লিপকার্টের মতন একাধিক ই – কমার্স সাইটের ওয়ারহাউজ। মূলত এই ওয়ারহাউজ গুলি থেকে গোটা রাজ্যে নানা পণ্য ডেলিভারি করে থাকে এই সংস্থাগুলি।
প্রপস্টক প্রদত্ত তথ্য অনুযায়ী, হুগলীর বুকেই ৫. ৬ লক্ষ স্কোয়ারফুটের একটি বিরাট ওয়ারহাউজ ভাড়া নিয়েছে আমাজন। আগামী ২০ বছরের জন্য সেখান থেকে নিজেদের ডেলিভারির কাজ চালাবে তারা। যার জন্য মাসিক ভাড়াই গুনতে হবে ১ কোটি ২৬ লক্ষ টাকা অর্থাৎ ২০ বছরের হিসাবে ৪৩০ কোটি টাকা। এর ফলে সৃষ্টি হবে অনেক নতুন কর্মসংস্থানও।
আমাজনের এই চুক্তিটি এখন প্রাথমিক পর্যায়ে থাকলেও আগামী বছরের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে চূড়ান্ত চুক্তির পর এই ওয়ারহাউজের লিজ সংক্রান্ত নথিপত্র তুলে দেওয়া হবে আমাজন ইন্ডিয়ার হাতে। যাতে বলা হয়েছে, পাঁচ বছরের লক – ইন পিরিয়ড সহ মোট ২০ বছরের জন্য হুগলীর এই ওয়ারহাউজ আমাজনের হাতে তুলে দেওয়া হচ্ছে। পাশাপাশি এই ওয়ারহাউজের জন্য সিকিউরিটি ডিপোজিট হিসাবে ৭ কোটি টাকা জমা করতে হবে আমাজনকে এবং প্রতি তিন বছর অন্তর ভাড়া বাড়বে ১২ শাতাংশ করে।
রাজ্যে আমাজনের এই নিয়োগ সততই অনেক নতুন কর্ম সংস্থানের মাধ্যমে এই রাজ্যে বেকারত্বের হার কিছুটা কমাবে বলে আশা করা যায়।