ভারতীয়-মার্কিন অমিত ক্ষত্রিও নিয়োগ পেলেন নাসার নতুন সহযোগী প্রশাসক হিসেবে

অমিত ক্ষত্রিও হলেন একজন ইন্দো – মার্কিন ব্যক্তি। যিনি গত ২০ বছর নাসাতে ভেটার্নান হিসেবে কাজ করে এসেছেন এবার থেকে তিনি কাজ করবেন এসসিয়েট অ্যাডমিনস্ট্রটিভ হিসাবে। বর্তমান অ্যাডমেনিস্ট্রটিভ পি. ডাফি আগামী ৩ সেপ্টেম্বর ২০২৫ এ এই আপয়েন্ট মেন্টের তারিখ ঘোষণা করেছেন।
অমিত ক্ষত্রিয় এর দু – দশক কাজের অনুভূতি, টেকনিকাল গত দিক ও তার লিডারশিপ কোয়ালিটির ওপর ভিত্তি করে এই পদ এ গ্রহণ করা হয়েছে।আগামীতে চাঁদ ও মঙ্গল গ্রহে যাবার জন্যও এই টপ সিভিল সার্ভিস লোকটিকে বেছে নেওয়া হয়েছে।
নাসার হেড কোয়ার্টর ওয়াসিন্টন ডি. সি. তে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে।এই চুক্তির মধ্যে দিয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে সম্পর্ক ও ভালো হবার যথেষ্ট সম্ভাবনা ফুটে উঠবে।
অমিত ক্ষত্রিয় এর আগে জে মিশন গুলিতে পরিচালিত করেছেন সেগুলো হলো –
(১) দ্য স্পেস লঞ্চ সিস্টেম
(২) দ্য ওরিয়ন ক্রিউ ভেহিকল
(৩) এক্সপ্লরিসন গ্রাউন্ড সিস্টেম প্রোগ্রাম
(৪) অর্টমিস ক্যাম্পিং ডেভলপমেন্ট ডিভিশন ইনিসিইটিভ।
তার প্রাপ্ত সম্মান গুলি হলো – নাসা আইউট স্ট্যান্ডিং লিডারশিপ মেডেল, দ্য ৫০ তম এক্সপেডিসিয়ান টু দ্য আই. এস. এস. এবং সিলভার সুপি অ্যাওয়ার্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *