আরতি রায়ের প্রয়াণ: রাইস- অ্যাডামাস গোষ্ঠীর হৃদয়কে হারাল বিশ্ব

Rice-Adamas Group আজ ভারতের অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলির মধ্যে একটি। এই গ্রুপের যাত্রা শুরু হয়েছিল ১৯৮৫ সালে যখন প্রফেসর ড. সমিত রায় প্রতিষ্ঠা করেন Rice (Roy’s Institute of Competitive Examination Pvt. Ltd.) উদ্দেশ্য ছিল – ছাত্র-ছাত্রীদের সরকারি চাকরির জন্য মানসম্মত প্রশিক্ষন ও দিশা দেওয়া। পশ্চিমবঙ্গের খুব দ্রুতই Rice হয়ে ওঠে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান । বিগত কয়েক দশকে Rice এর মাধ্যমে এক লাখেরও বেশি ছাত্র-ছাত্রী সরকারী চাকরি পেয়েছে। এই সাফল্যের পথ ধরেই সময়ের সঙ্গে সঙ্গে তৈরী হয় Adamas Group । ২০০৪ সালে তৈরী হয় Adamas International School, ২০০৮ সালে শুরু হয় Adamas Institute of Technology, ২০১৪ সালে যাত্রা শুরু করে Adamas University এবং তারই পাশাপাশি গড়ে ওঠে Adamas World School ও Adamas Knowledge City । আজ এই গ্রুপ প্রি-স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ও প্রফেশনাল ট্রেনিং কেন্দ্র পর্যন্ত গড়ে তুলেছে।এই বিশাল সাফল্যের নৈপথ্য যিনি ছিলেন এক নি:শব্দ প্রেরনাশক্তি, তিনি হলেন Rice-Adamas Group – এর চেয়ারম্যান সমিত রায়ের মা শ্রীমতি আরতি রায়। সমিত রায় একজন প্রথম প্রজন্মের উদ্যোক্তা। কিন্তু যখন তিনি শুরু করেছিলেন তখন সব কিছুই এত সহজ ছিলনা। যখন আর্থিক অনটনে সব স্বপ্ন থেমে যাওয়ার উপক্রম তখন তাঁর মা আরতি দেবীই প্রথম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তাঁর সোনার হারটি তাঁর পুত্রের হাতে তুলে দিয়েছিলেন সেই দিন। এই ত্যাগেই গড়ে উঠেছিল একটি ভবিষ্যৎ, একটি প্রতিষ্ঠান ও একটি আর্দশ। শুধু তাই নয় তিনি নীরবে অনেক কিছুই করেছেন এই সংস্থার জন্য যা শব্দে ফুটিয়ে তোলা যাবেনা। ১৯৮৫ সাল থেকে টানা ৪০ বছর তিনি এই সংস্থায় পরিচালিকা হিসাবে করেছেন। কখনও সামনে না এলেও, এই প্রতিষ্ঠানের সাফল্যের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর অনেকটাই ভালোবাসা, বিশ্বাস ও মূল্যবোধ।১৪ই জুলাই ২০২৫ সন্ধ্যা ৬.৩৫ মিনিটে দীর্ঘ ২০দিনের চিকিৎসার পর তিনি চিরশয্যায় নিমজ্জিত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। এই প্রয়ানে শুধু তাঁর পরিবারই নয়, এই সংস্থাও হারালো তার প্রানভ্রমরা। প্রফেসর সমিত রায়ের কাছে তাঁর মা ছিলেন ইশ্বরের সমান এক পথপ্রদর্শক। আজ তাই আরতি দেবীর অনুপস্থিতি তাঁর জীবনে এক অপরিমেয় শূণ্যতা তৈরী করেছে। আমরা শ্রদ্ধাভরে তাঁর আত্মার শান্তিকামনা করি। ওনার দীপ্তময়ী অমৃতপথগামী আত্মার শান্তি প্রার্থনা করি। ভালো থাকুন, আবারও এমন দিশারীর প্রেরনাদাত্রী হয়ে মর্তে ফিরে আসুন। অমর আত্মা অমরত্ব লাভ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *