সুর, সংস্কৃতি ও স্বীকৃতির মিলনমেলায় মেতে উঠতে চলেছে আসামের ডিব্রুগড়

ডিব্রুগড়ের আমলপট্টি প্রেক্ষাগৃহে আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদের আয়োজনে ‘আসাম স্টেট জোনাল আর্ট ওয়ার্কশপ ২০২৫’। সকাল ১১টায় শুরু হওয়া এই কর্মশালায় রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আগত শিল্পী, সঙ্গীতপ্রেমী ও সংস্কৃতি অনুরাগীদের সমাগম প্রত্যাশিত।

এই ওয়ার্কশপে অংশ নিচ্ছেন রাজ্যের বিভিন্ন জেলার শিল্পীরা, যাদের মধ্যে রয়েছে – আদিত্য সিং, অনুষ্মিতা দয়েরাহ, বিস্মিতা দাস, ধনঞ্জয় বড়ুয়া, ভানুপ্রিয়া উরাঙ্গ, আর্চিয়া দুয়ারাহ, দিতিশমান ডেকা, গৈরিওসি সোনোয়াল, হৃশিক ভরদ্বাজ, নবনীতা বোরা, নিকিতা ভট্টাচার্য, পিনাকী ঠাকুরিয়া, রিয়া দে, সোনাক্ষী হাজারিয়া, বোরাখা চুটিয়া, সৃষ্টি কাশ্যপ, দীক্ষিতা গোগোই, গায়েত্রী দেবী ও পূজা বোরো। তাছাড়াও সিনিয়র শিল্পীদের মধ্যে আছেন – অভিজিৎ সর্মা, আলী হায়দ, দুর্গেশ্বর দাস, জ্যোতিরুপা শর্মা, কবিতা দাস, কামাল অধিকারী, এম ডি. আফতার আলী (রাজা), সঙ্গীতা চুটিয়া, সংস্কর্ষণ পড়ুয়া, শান্তনু কন্বর, সিরন্তন বোরঠাকুর, সুজাতা দেবী,সুরজিৎ দেবনাথ, সুতাপা চৌধুরী ও তপন মহাত্তা।

এই কর্মশালার প্রধান লক্ষ্য হল শিল্প ও সংস্কৃতির মাধ্যমে সমাজে সহযোগিতা, সুস্থ সামাজিকতা এবং মূল্যবোধের বার্তা প্রচার করা। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা এবং শিল্পের প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

পরবর্তীতে, অর্থাৎ ২১শে সেপ্টেম্বর, একই প্রেক্ষাগৃহে দুপুর ২টায় সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদ দ্বারা আয়োজিত ‘আসাম স্টেট জোনাল সমাবর্তন ২০২৫’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পরিষদ সাতজন বিশিষ্ট ব্যক্তিত্বকে ‘LIFETIME ACHIEVEMENT AWARDS’ প্রদান করবে। পুরস্কার প্রাপ্তদের মধ্যে রয়েছেন শ্রী বনদীপ ফুকান, শ্রী দুর্গেশ্বর দাস, শ্রী ইন্দ্র কনওয়ার, শ্রী কুমুদ ধিনগিরা, শ্রীমতি ময়ূরী দাস, শ্রী মুকুল আহমেদ, এবং শ্রীমতি মনিকা চন্দ্র।

তাঁরা প্রত্যেকে দু’দশকেরও বেশি সময় ধরে এই সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সমাজের বিভিন্ন স্তরে সাংস্কৃতিক সচেতনতা এবং মানবিক মূল্যবোধ প্রচারে অক্লান্তভাবে কাজ করে চলেছেন। এই সম্মাননা তাঁদের অদম্য প্রচেষ্টার সত্যিই একটি সার্থক স্বীকৃতি।

ডিব্রুগড়ে অনুষ্ঠিত এই দ্বি-দিবসীয় অনুষ্ঠান নিঃসন্দেহে আসামের সাংস্কৃতিক পরিসরে একটি নতুন মাত্রা যুক্ত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *