ইংল্যান্ডে ঘটে যাওয়া বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্টে ভারতীয় পুরুষদল শূন্য হাতে ফিরলেও। এই টুর্নামেন্টে ভারতীয় দুই মহিলা বক্সার জেসমিন লোমরিয়া (৫৭ কেজি ) ও মিনাক্ষী হুডা (৪৮ কেজি ) বিভ্রাগে সোনা জিতলেন। একই বিশ্ব চাম্পিয়ন থেকে দুটো সোনা জয় সাম্প্রতিক কালে পায়নি ভারত।
তবে শুধু সোনা নয় তার পাশাপাশি একটি রুপো ( নুপুর শেহরণ ) ও একটি ব্রোঞ্জ ( পূজা রানী ) পেয়েছেন ভারতীয় মহিলা বক্সিং দল । বিশ্ব বক্সিংয়ে এটাই ভারতের সেরা সাফল্য।উত্তরখন্ডের রুরকির মেয়ে মিনাক্ষির কাছে এটাই প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ। জেসমিনের মতো স্বছল পরিবার থেকে উঠে আসেননি মিনাক্ষী। মিনাক্ষিকে ছোটবেলা থেকেই আর্থিক অনটনে কাটাতে হয়েছে। তার বাবা শ্রীকৃষ্ণ অটোচালক। তবু মেয়েকে বক্সার বানানোর জন্য রোহতকের একাডেমিতে ভর্তি করেছিলেন তিনি।
এর আগে এশিও পর্যায়ে মিনাক্ষির ব্রোঞ্জ পদক থাকলেও এই বিশ্বমিটে তিনি চমকে দিয়েছেন। তিনি ৪-১ জয় তুলে নেন কাজাখাস্থানের নাজিম বিহাইয়ের বিরুদ্ধে।নিজের জয় নিয়ে মিনাক্ষী বলেন ‘ আমি এখানেসেছিলাম সোনা জয়ের লক্ষ্য নিয়েই। এবং সেই মিশন সফল করেছি।’