৭ই আগস্ট, ২০২৫, বৃহস্পতিবার, সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত, কিংবদন্তি শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী হুগলির কোন্নগরে তাঁর ঐতিহাসিক বাগানবাড়িতে “বেঙ্গল আর্ট ডে” হিসেবে পালিত হবে। এই বিশেষ অনুষ্ঠানে একটি প্রাণবন্ত শিল্প শিবির এবং বাংলার সমৃদ্ধ শৈল্পিক ঐতিহ্য তুলে ধরে একটি আলোচনা অধিবেশন অনুষ্ঠিত হবে।

এই অনুষ্ঠানটি হুগলি ডিস্ট্রিক্ট আর্ট ফোরামের আহ্বানে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের যৌথ প্রচেষ্টায় আয়োজিত হতে চলেছে এবং যেটি শেষ হবে সকল অংশগ্রহণকারীদের সার্টিফিকেট বিতরণের মাধ্যমে। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে শ্রী বিকাশ চৌধুরী শিল্পশিবিরের সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন, এবং প্রদীপ শূর বিকেলের আলোচনা সঞ্চালনা করবেন। এছাড়াও উপস্থিত থাকবেন শিল্পী জয়দীপ চ্যাটার্জী যার নেতৃত্বে সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত হবে।
হুগলি ডিস্ট্রিক্ট আর্ট ফোরামের অংশগ্রহণকারী শিল্পী হলেন :
প্রদীপ শূর, জয়দীপ চ্যাটার্জি, অরুণাভ ভট্টাচার্য, বিকাশ চৌধুরী, স্বপন চ্যাটার্জি, মৃন্ময় মজুমদার, গৌতম ঘোষ, মৃত্যুঞ্জয় মন্ডল, তুহিন রক্ষিত, মানস ভৌমিক, অরূপ ঘোষ, সৌরভ ঘোষ, তপন কর, কিংসুক সরকার, ইন্দ্রজিৎ দে, রঞ্জিত বাগ, তাপস গাঙ্গুলী, বিশ্বদীপ দে, তপন কর্মকার, সজল মিত্র।
অতিথি শিল্পী :
চোইন রায়, তন্ময় মজুমদার, অতনু পণ্ডিত, সৈকত কুন্ডু, গৌতম হালদার, সোহিনী দেবনাথ, কুনাল দাস, সুকান্ত সাহা, সুব্রত বর্মন, গৌরাঙ্গ দেবশর্মা, উদয় মারিক, সোমনাথ কুন্ডু।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা :
সলিল নন্দী, সন্দীপ ব্যানার্জী, মহম্মদ রাকিব মল্লিক, তিয়াশা মালাকার, নির্মাল্য কোলে, ভিয়া কোলে।
অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রতি এই সম্মিলিত শ্রদ্ধাঞ্জলি কেবল তাঁর উত্তরাধিকারের উদযাপন নয়, বরং বাংলার শিল্প সম্প্রদায়ের অব্যাহত প্রাণবন্ততার প্রতিফলনও।