বীরেন্দ্রকৃষ্ণের পাড়ায় এবার শুধু ভদ্র কথা

এবারের বারোয়ারি পুজোগুলির মধ্যে নিঃসন্দেহে অন্যতম হলো শ্যামপুকুর এলাকার উত্তর কলকাতা সার্বজনীন দুর্গোৎসব। কারণ এই এলাকাই হলো কিংবদন্তী কণ্ঠশিল্পী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর পাড়া।
এই বারোয়ারি পুজো এবার তাদের ৯৪ তম বছর উদযাপন করছে। এক্ষেত্রে স্বয়ং ভদ্র মশাই ছাড়া আর কিইবা থিম হতে পারে। এই ভাবনা ও আবেগ থেকেই এই বছরের থিমের নামকরণ করা হয়েছে,’ এবার শুধু ভদ্র কথা।’
প্রসঙ্গত, কলকাতা পুরনিগমের অন্তর্গত এই ১০ নম্বর ওয়ার্ডে ৩০ বি রামধর মিত্র লেনে যে বাড়িটি আছে একটা সময়ে সেই বাড়িরই বাসিন্দা ছিলেন এই প্রবাদ প্রতিম শিল্পী। তার নামে পাড়ায় একটি মঞ্চ রয়েছে। প্রতিবছর সেই ‘ বীরেন্দ্র মঞ্চ ‘ এর সামনেই দশভুজার পুজোর আয়োজন করা হয়। এবছরও তার ব্যতিক্রম হচ্ছেনা।
এবছরের প্রতিমা গড়ছেন শিল্পী সুশান্ত দাস। অন্যদিকে থিম ভাবনার রূপায়নে রয়েছেন শম্ভু সাহা। মণ্ডপ সজ্জায় সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে দেওয়াল চিত্র। সেইদিকে চোখ গেলেই মনে হবে, আমাদের প্রিয় শহর টাইম মেশিনে করে কয়েক দশক পিছিয়ে গেছে। পুরোনো কোলকাতার অবয়ব ফুটিয়ে তোলার পাশাপাশি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর প্রতিকৃতি, রেডিও এবং কোলকাতার বেতার অফিসও মণ্ডপ সজ্জায় অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে।
সুতরাং এবার পুজোর লিস্টে ভদ্র কথার স্থান অন্যতম প্রধান আকর্ষণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *