বিশ্বমঞ্চে ইতিহাস: ভারতের প্রথম মহিলা U-21 কম্পাউন্ড বিশ্বচ্যাম্পিয়ন হলেন তেলেঙ্গানার চিকিথা থানিপারথি

তেলেঙ্গানার এক কৃষক পরিবারের মেয়ে, ২০ বছরের চিকিথা থানিপারথি যখন কানাডার উইনিপেগে বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে ধনুকের তার টানলেন, তখন গোটা ভারত শ্বাসরুদ্ধ হয়ে অপেক্ষা করছিল। আর সেই প্রতীক্ষা শেষ হলো এক ঐতিহাসিক জয়ে।

চিকিথা শুধু ম্যাচ জেতেননি, তিনি গড়লেন ইতিহাস— ভারতের প্রথম মহিলা আন্ডার-২১ কম্পাউন্ড বিশ্বচ্যাম্পিয়ন হয়ে। রোমাঞ্চকর ফাইনালে তিনি দক্ষিণ কোরিয়ার প্রতিদ্বন্দ্বী ইয়েরিন পার্ককে হারালেন ১৪২-১৩৬ স্কোরে।

ছোট্ট একটি গ্রাম থেকে বিশ্বমঞ্চে পৌঁছানো এই সাফল্য প্রমাণ করে, দৃঢ় সংকল্প আর স্বপ্ন থাকলে অসম্ভব কিছুই নয়। কৃষকের মেয়ে হয়েও আন্তর্জাতিক অঙ্গনে নিজের নাম লিখে দিলেন তিনি।

তেলেঙ্গানা টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে চিকিথার বাবা আবেগভরা কণ্ঠে বলেন—

আমাদের চূড়ান্ত স্বপ্ন হল ২০২৮ অলিম্পিকে ওকে একটি পদক জিততে দেখা।

চিকিথার সাম্প্রতিক সাফল্যে সেই স্বপ্ন আরও এক ধাপ কাছে এল। ভারতের ক্রীড়া ইতিহাসে নতুন অধ্যায় যোগ করলেন তিনি, আর তাঁর এই জয় লক্ষ লক্ষ তরুণ-তরুণীকে অনুপ্রেরণা জোগাবে নিজের স্বপ্ন পূরণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *