ডেভিস কাপের সিঙ্গেলস ম্যাচ খেলার কোনো কথা ছিলোনা দক্ষিনেশ্বর সুরেশের। রজার ফেডারের দেশে সেই সিঙ্গেলস ম্যাচ খেলতে নেমেই চমকে দিলেন দক্ষিনেশ্বর সুরেশ। ডেভিস কাপের প্রথম দিনে ২-০ তে এগিয়ে ভারত। শনিবার একটি ম্যাচ জিতলেই দীর্ঘদিন পর ইউরোপর মাটিতে নজির গড়বে ভারত।
সিঙ্গেলস খেলার কথা ছিল আরিয়ান শাহের। তবে অধিনায়ক রোহিত রাজপাল বেছে নেন দক্ষিনেশ্বকে। এটিপি রাঙ্কিং ৬২৬ নাম্বারে থাকা দক্ষিনেশ্বর হারিয়ে দেন ১৫৫ নাম্বারে থাকা জেরমে কিংকে। জেতেন ৭ – ৬, ৬ – ৩ গেমে।
ডেভিস কাপ দলে ফিরে জিতেছেন সুমিত নাগালও। এমনিতে তিনি রাঙ্কিংয়ে প্রথম ৩০০ -য় থাকার লড়াই করছেন। তিনি ৬ – ৪, ৭ – ৬ গেমে হারিয়েছেন রাঙ্কিংয়ে ৬৮ ধাপ ওপরে থাকা মার্ক আন্দ্রে হুয়েসলারকে।
১৯৯৩ সালে শেষবার ফ্রান্সকে তাদের দেশে হারিয়েছিল ভারত। তারপর এইবার সুইজারল্যান্ডকে হারানোর মুখে তারা। এর মাঝে ইউরোপের বিভিন্ন দেশে খেললেও জিততে পারেনি ভারত।