সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদের জেলাভিত্তিক অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতার ফলপ্রকাশ

আজ, ১৪ই জুলাই ২০২৫, সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদের জেলাভিত্তিক অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতার ফলপ্রকাশের দিন। প্রতিযোগিতার ফর্ম পূরণ অনুষ্ঠিত হয়েছিল 2রা এপ্রিল থেকে ৩১শে মে ২০২৫ পর্যন্ত। প্রতিবছরের মতো এই বছরও প্রতিযোগিতাটি ব্যাপক সাড়া ফেলেছে — যেখানে গত বছর প্রায় ৯,০০০ প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন, সেখানে এ বছর সেই সংখ্যা ছাড়িয়ে গেছে ২১,০০০-র গণ্ডি, যা নিঃসন্দেহে এক গর্বের মুহূর্ত।
এই অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা পুরস্কৃত হবেন আর এই অনুষ্ঠানেরই সবচেয়ে আকর্ষণীয় পর্ব হলো, ঠিক যেমন গত কয়েক বছর ধরে হয়ে আসছে, তেমনি এবারও শুধুমাত্র প্রথম স্থানাধিকারী প্রতিযোগীদেরই নয়, তাঁদের গুরুদেরও সম্মানিত করা হবে। সাংস্কৃতিক শিক্ষা ও সাধনার পেছনে যাঁরা নিরলসভাবে কাজ করে চলেছেন, সেই সকল গুরুর হাতে তুলে দেওয়া হবে ‘গুরুশ্রী’ পুরস্কার — এক অনন্য স্বীকৃতি, যা গুরুর মর্যাদা ও তাঁদের অবদানের প্রতি সত্যিকারের কৃতজ্ঞতা প্রকাশ করে।
আজ বিকেল ৪টেয় ফলাফল প্রকাশিত হবে।

প্রতিটি প্রতিযোগী এখন তাদের নিজ নিজ জেলার ফলাফল দেখতে পারবেন। ফলাফল দেখতে নিচের বাটনে ক্লিক করুন:

6 thoughts on “সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদের জেলাভিত্তিক অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতার ফলপ্রকাশ

  1. Professional National International president Awardee Bharatanatyam, Creative Artist from Kolkata, Malda Town West Bengal 🙏🙏

      1. পরিষদের অফিশিয়াল ফেসবুক পেজে আপডেট পেয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *