ESIC ফের চালু করল ‘SPREE’ প্রকল্প, নাম নথিভুক্তিতে মিলবে বিশেষ সুযোগ

কর্মী ও নিয়োগকর্তাদের ইএসআই-এর আওতায় আনতে Employees’ State Insurance Corporation (ESIC) ফের চালু করল বহুল আলোচিত ‘SPREE’ প্রকল্প—Scheme to Promote Registration of Employers and Employees। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য সম্প্রতি এই প্রকল্প পুনরায় চালুর ঘোষণা করেন।

প্রথম চালু হয় ২০১৬ সালে, যেখানে ৮৮ হাজারেরও বেশি নিয়োগকর্তা এবং ১.০২ কোটি কর্মী ইএসআইসি-র সামাজিক সুরক্ষা কাঠামোয় যুক্ত হয়েছিলেন।

ESIC SPREE প্রকল্পের সময়কাল:

১ জুলাই ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চালু থাকবে এই প্রকল্প।
এই সময়ের মধ্যে যে কোনও নিয়োগকর্তা ও কর্মী ইচ্ছা করলে কোনও জরিমানা ছাড়াই ইএসআই-এর অন্তর্ভুক্ত হতে পারবেন।

কারা উপকৃত হবেন?

  • যে সমস্ত সংস্থা বা কর্মচারী এখনো ইএসআই আইনের আওতায় নাম নথিভুক্ত করেননি, তাদের জন্য এটি একটি এককালীন সুযোগ।
  • চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীরাও এই সুযোগের আওতায় আসবেন।
  • নিয়োগকর্তারা ইচ্ছানুযায়ী নিজেদের ঘোষিত তারিখ থেকে বা নথিভুক্তির তারিখ থেকে এই সুবিধা পাবেন।

নিয়ম ভাঙলেও নেই জরিমানা:

ইএসআই আইন অনুযায়ী, নাম নথিভুক্ত না করায় সাধারণত জরিমানা ধার্য হয়। তবে এই প্রকল্পে সরকার নিজে থেকে সংস্থাগুলিকে সুরক্ষা ব্যবস্থায় যুক্ত হতে আহ্বান জানিয়েছে—অর্থাৎ এই সময়কালে স্বেচ্ছায় নাম তোলা গেলে কোনও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে না।

এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্প্রতি হিমাচল প্রদেশের শিমলায় অনুষ্ঠিত ESIC-এর বোর্ড বৈঠকে। কেন্দ্রীয় শ্রম দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই প্রকল্পের মাধ্যমে দেশজুড়ে আরও বৃহত্তর পরিসরে শ্রমিক শ্রেণিকে সামাজিক সুরক্ষার আওতায় আনার লক্ষ্যে অগ্রসর হচ্ছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *