‘ফ্রম ক্যানভাস টু কজ’ শিল্পপ্রদর্শনী

Canvas in Stripes ও Sher আয়োজিত ‘ফ্রম ক্যানভাস টু কজ’ শীর্ষক এক অনন্য শিল্পপ্রদর্শনী হতে চলেছে ২৭ জুলাই থেকে ৩১ জুলাই, ২০২৫ পর্যন্ত, প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মায়া আর্ট স্পেসে। এই প্রদর্শনীটির ভাবনায় রয়েছেন বাপ্পা ভৌমিক এবং সাজানো হয়েছে অর্কমিত্র রায় দ্বারা।
বাঘ সংরক্ষণের উদ্দেশ্যে আয়োজিত এই শিল্পপ্রদর্শনীতে দেশের নানা প্রান্ত থেকে খ্যাতনামা শিল্পীরা অংশগ্রহণ করছেন। উপস্থিত থাকবেন যোগেন চৌধুরী, শুভপ্রসন্ন, শিপ্রা ভট্টাচার্য, সুব্রত গঙ্গোপাধ্যায়, অশোক ভৌমিক (হরিয়ানা), হরেন ঠাকুর (রাঁচি), নীরজ শর্মা (গুড়গাঁও), রেণু হুডা (চণ্ডীগড়), উমাহ মজুমদার (ত্রিপুরা), সহ আরও বহু বিশিষ্ট শিল্পী।
এই মহতী উদ্যোগে অতিথি হিসেবে থাকছেন শান্তনু সেনগুপ্ত।
শিল্পের মাধ্যমে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষার বার্তা ছড়িয়ে দিতে এই প্রদর্শনী এক বড় পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *