সোনালি রুপে মোড়া মরুর শহর “জয়সালমের”

ভারতের পশ্চিম প্রান্তে অবস্থিত জয়সালমের এক সোনালি স্বপ্নের শহর। পাথরের তৈরি হাভেলি, দুর্গ, রাজকীয় স্থাপত্য, মরুভূমির বালিয়াড়ি ও প্রাণবন্তকর সূর্যাস্ত—সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা দেয় এই শহর।
প্রায় ৮০০ বছর আগে রাজপুত শাসক রাওয়াল জয়সাল এই শহর প্রতিষ্ঠা করেন। এখানকার মূল আকর্ষণ হল জয়সালমের দুর্গ, যা পৃথিবীর একমাত্র ‘বসবাসযোগ্য দুর্গ’। দুর্গের ভেতরে রয়েছে রাজপ্রাসাদ, জৈন মন্দির এবং অসাধারণ কারুকার্যময় বাড়িঘর।

পর্যটকদের নজর কাড়ে পাটওয়ন-কি-হাভেলি, সালিম সিং-কি-হাভেলি এবং নাথমল-কি-হাভেলি। এছাড়া গাডসিসর সরোবরও একটি মনোরম জলাশয়, মরুর মধ্যে যা বিস্ময়ের জন্ম দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *