হাতিবাগান সার্বজনীনের এইবারের অবিশ্বাস্যকর চমক

পুজোর আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। দেবী মায়ের আগমনে ব্যাস্ত শহরের ব্যাস্ততা আরো কয়েকগুন বেড়ে গেছে।
শহরের বড় পুজোগুলির মধ্যে অন্যতম বড় পুজো হলো হাতিবাগান সার্বজনীন যা এবার ৯০ তম বর্ষ উদযাপন করতে চলেছে ফারাসি শিল্পী তমাস এরহাত ধরে। তমাসতার শিল্পে চাইনিজ ইঙ্ক,ব্রাশ ও চিনা কাগজের মাধ্যম ব্যবহার করে থাকেন। তিনি ফ্রান্স ছাড়াও ইউ.এস. এ, ব্রাজিল, জাপান, দক্ষিণ এবং উত্তর আফ্রিকার বিভিন্ন জায়গা ঘুরে সেখানকার শিল্পকলা রপ্ত করেছেন। এইবার তিনি কলকাতায়। পুজো উদ্যোক্তাদের দাবি কলকাতায় এখনও পর্যন্ত কোনো বিদেশী শিল্পী পুজো মণ্ডপ তৈরির ভার পায়নি।
হাতিবাগান সার্বজনীন এর এ বছরের থিম ‘ অথ ঘাট কথা ‘ যা গড়ে উঠেছে হুগলী নদীর ঘাটের নিত্য ব্যবহার ও জাহাজ দারানো থেকে শুরু করে নাটকের মহড়া থেকে কুস্তির আখড়া এর মতন বিভিন্ন কাজের মধ্য দিয়ে । ঘাট গুলি ইতিহাস সমৃদ্ধ হলেও কলকাতার ঘাট গুলি অবহেলিতই রয়ে গেছে।
হাতিবাগান সার্বজনীন পুজোর কর্ণধার ডেপুটি মেয়র অতীন ঘোষের বক্তব্য অনুযায়ী ঘাট গুলি বন্দর কর্তৃপক্ষের আওতাধিন হওয়ার ফলে নিজেদের উদ্যোগে এগুলি সংস্কার করা যায়না। তমাস ছাড়াও মণ্ডপ সজ্জার দায়িত্বে থাকা তাপস দত্ত এর কথা অনুযায়ী কলকাতার বিভিন্ন ঘাটগুলির গৌরবময় ইতিহাস আমরা এই প্যান্ডেলে প্রত্যক্ষ করতে পারবো।পুজোর আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। দেবী মায়ের আগমনে ব্যাস্ত শহরের ব্যাস্ততা আরো কয়েকগুন বেড়ে গেছে।
শহরের বড় পুজোগুলির মধ্যে অন্যতম বড় পুজো হলো হাতিবাগান সার্বজনীন যা এবার ৯০ তম বর্ষ উদযাপন করতে চলেছে ফারাসি শিল্পী তমাস এরহাত ধরে। তমাসতার শিল্পে চাইনিজ ইঙ্ক,ব্রাশ ও চিনা কাগজের মাধ্যম ব্যবহার করে থাকেন। তিনি ফ্রান্স ছাড়াও ইউ.এস. এ, ব্রাজিল, জাপান, দক্ষিণ এবং উত্তর আফ্রিকার বিভিন্ন জায়গা ঘুরে সেখানকার শিল্পকলা রপ্ত করেছেন। এইবার তিনি কলকাতায়। পুজো উদ্যোক্তাদের দাবি কলকাতায় এখনও পর্যন্ত কোনো বিদেশী শিল্পী পুজো মণ্ডপ তৈরির ভার পায়নি।
হাতিবাগান সার্বজনীন এর এ বছরের থিম ‘ অথ ঘাট কথা ‘ যা গড়ে উঠেছে হুগলী নদীর ঘাটের নিত্য ব্যবহার ও জাহাজ দারানো থেকে শুরু করে নাটকের মহড়া থেকে কুস্তির আখড়া এর মতন বিভিন্ন কাজের মধ্য দিয়ে । ঘাট গুলি ইতিহাস সমৃদ্ধ হলেও কলকাতার ঘাট গুলি অবহেলিতই রয়ে গেছে।
হাতিবাগান সার্বজনীন পুজোর কর্ণধার ডেপুটি মেয়র অতীন ঘোষের বক্তব্য অনুযায়ী ঘাট গুলি বন্দর কর্তৃপক্ষের আওতাধিন হওয়ার ফলে নিজেদের উদ্যোগে এগুলি সংস্কার করা যায়না। তমাস ছাড়াও মণ্ডপ সজ্জার দায়িত্বে থাকা তাপস দত্ত এর কথা অনুযায়ী কলকাতার বিভিন্ন ঘাটগুলির গৌরবময় ইতিহাস আমরা এই প্যান্ডেলে প্রত্যক্ষ করতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *