ভারতীয় ফুটবলের রথ গর্বের সাথে গরিয়ে চলেছে। ২০২৫ CAFA কাপে ভারত তার থেকে বিশ্ব রাঙ্কিংয়ে অনেক ধাপ এগিয়ে থাকা ওমানকে পরাজিত করে এই কাপে তৃতীয় স্থান অধিকার করে নিল।
তাজাকিস্তানের হিসের সেন্ট্রাল স্টেডিয়ামে নির্ধারিত সময় ১-১ এর সমতা থেকে পেনাল্টি শুট আউটে ৩-২ এর ব্যবধানে ভারত এই জয় ছিনিয়ে নেয়।
ম্যাচের শুরুতে ভারতের বিক্রম প্রতাপ সিং ও ছাঙতে দুর্ধর্ষ ভাবে শুরু করেও ওমানের রক্ষণ ভেদ করলেও গোল করতে পারেনি।জামিল আল ইয়ামদি ৫৫ মিনিটে ওমানকে এগিয়ে নিয়ে গেলেও ভারতের পক্ষ থেকে উদন্ত সিং কুমাম ৮০ মিনিটে সমতা ফেরান। ৯৬ মিনিটে ওমানের খেলোয়াড় আলী আল বুশাদী লাল কার্ড দেখায় দশ জনের ওমানের ওপর ভারত জাঁকিয়ে বসে।
পেনাল্টিতে ম্যাচ গড়ালে আল ইয়ামদির শট দারুন ভাবে সেভ কোরে গোলরাক্ষক গুরপ্রীত সিং সান্ধু এই ঐতিহাসিক জয় ভারতের নামে নামাঙ্কিত করে।