ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূলপর্বে ভারত অনূর্ধ্ব-১৭

ইরানের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের মাধ্যমে ২০২৬ এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে স্থান করে নিয়েছে ভারত। আহমেদাবাদের ইকেএ অ্যারেনায় অনুষ্ঠিত বাছাই পর্বে ভারত ২–১ গোলে পরাজিত করে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ইরানকে।

এই অবিশ্বাস্য জয়টি ভারতকে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ-ডিতে শীর্ষ অবস্থানে তুলে ধরেছে। সমান পয়েন্ট থাকা সত্ত্বেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় ভারত এ প্রধান স্থানটি দখল করতে সক্ষম হয়েছে।

জয়ের পর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী ড. মনসুখ মাণ্ডবিয়া সামাজিক মাধ্যমে দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। তিনি তরুণ ফুটবলার, কোচিং টিম ও সাপোর্ট স্টাফদের কঠোর শ্রম ও সংযমের জন্য প্রশংসা প্রদান করেন।

এই বিজয়ের পর আগামী বছর এশিয়ান কাপে অংশগ্রহণ করবে ভারতের চারটি দল—সিনিয়র নারী দল, অনূর্ধ্ব–২০ নারী দল, অনূর্ধ্ব–১৭ নারী দল এবং নতুন করে যুক্ত হওয়া অনূর্ধ্ব–১৭ পুরুষ দল ‘ব্লু কোল্টস’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *