ভ্রমণপিপাসু ভারতীয়দের জন্য সুখবর! হেনলি পাসপোর্ট ইনডেক্সের সাম্প্রতিক তালিকায় ভারতের স্থান বেড়ে হয়েছে ৭৭তম, যা গত বছর ছিল ৮০তম। এখন ভারতীয় পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ৫৯টি দেশে ভ্রমণ করতে পারবেন।
এই তালিকায় ভারতের সঙ্গে একই স্থানে রয়েছে আফ্রিকার দুই দেশ—সেনেগাল ও বুকিনা ফাসো।
তালিকার শুরুতেই রয়েছে সিঙ্গাপুর, যাঁদের নাগরিকেরা ১৯৪টি দেশে ভিসা ছাড়াই যেতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া, আর তৃতীয় স্থানে আছে ইউরোপের ৭টি দেশ। ব্রিটেন এবং আমেরিকা রয়েছে যথাক্রমে ষষ্ঠ ও দশম স্থানে। তালিকার একেবারে শেষে আফগানিস্তান, যাঁদের নাগরিকেরা মাত্র ২৫টি দেশে যেতে পারেন ভিসা ছাড়া।