৬২ বছর বয়সে প্রয়াত হলেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি এবং গত ১৫ আগস্ট কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে অবস্থার কিছুটা উন্নতি হলেও পরবর্তী দিনে হঠাৎ করেই অবনতি ঘটে এবং তাকে ভেন্টিলেশনে রাখতে হয়। আজ সকাল ১১:৩৫ মিনিটে হৃদরোগজনিত জটিলতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই জনপ্রিয় অভিনেতা, যা টলিউড মহলে শোকের ছায়া ফেলেছে।
অঞ্জন চৌধুরী ও সুখেন দাসের পরিচালনায় একাধিক ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জয়। ‘হীরক জয়ন্তী’, ‘মিলন তিথি’, ‘জীবন মরণ’, ‘ছোট সাহেব’, ‘মার্গ’, ‘অভাগিনী’-এর মতো হিট ছবিতে তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। চুমকি চৌধুরীর সঙ্গে তাঁর জুটি নব্য দশকে দর্শকমহলে যথেষ্ট আলোড়ন তুলেছিল। মধ্যবিত্ত বাঙালির চোখে ‘ম্যাটিনি হিরো’ না হলেও সহজ ও সাবলীল অভিনয় দক্ষতার কারণে তিনি ঘরের ছেলে হিসেবে প্রিয় হয়ে ওঠেন। বিকেল ৩টায় তাঁর মরদেহ তারাতলার বাড়িতে নেওয়া হবে বলে জানানো হয়েছে।