কারিমপুর, নদিয়া – সাহস, স্বপ্ন ও সাহিত্যের মেলবন্ধনে ইতিহাস গড়লেন নদিয়ার তরুণ অভিযাত্রী জ্যোতিষ্ক বিশ্বাস। আফ্রিকার উগান্ডার রউয়েনজোরি পর্বতমালার মার্ঘারিটা শৃঙ্গ (৫,১০৯ মিটার) জয় করে তিনি হয়ে উঠলেন এই শৃঙ্গে পৌঁছানো প্রথম বাঙালি।
এই শৃঙ্গকেই অনেকেই মনে করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর উপন্যাস চাঁদের পাহাড়-এর বাস্তব রূপ।
জ্যোতিষ্ক বিশ্বাস শুধুমাত্র পাহাড় জয় করেননি, তিনি এটি করেছেন এক অনন্য ও আবেগঘন উপায়ে—নিজের সাইকেলে নদিয়ার কারিমপুর থেকে আফ্রিকার বেস ক্যাম্প পর্যন্ত গিয়ে, বইটি হাতে নিয়ে উপন্যাসের শংকরের অপূর্ণ স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। পথচলায় তিনি পার হয়েছেন বনজঙ্গলের হিংস্র জন্তু, বিষাক্ত পোকামাকড়, প্রবল তুষারঝড় ও ভয়ংকর প্রতিকূলতা।
মোমবাসার রেলওয়ে অফিস থেকে শুরু করে রউয়েনজোরির শিখর পর্যন্ত পুরো যাত্রা যেন ছিল উপন্যাসেরই পুনরাবৃত্তি—এক শতাব্দী পুরনো সাহিত্যের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার এক দুর্লভ প্রচেষ্টা।
জ্যোতিষ্কের এই সাফল্য কেবল তাঁর ব্যক্তিগত অর্জন নয়, এটি বাংলা সাহিত্য ও অভিযানের প্রতি এক গভীর ভালোবাসার নিদর্শন। প্রমাণ করে দিল—সাহিত্য যখন জীবনের অনুপ্রেরণা হয়, তখন কল্পনাও বাস্তবতা ছুঁয়ে ফেলতে পারে।