ইংল্যান্ড টেস্ট সিরিজে নাম না থাকায় তাঁর টেস্ট থেকে অবসর নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে জল্পনা। এবার নিজেই মজার ছলে মুখ খুললেন বিরাট কোহলি।
যুবরাজ সিং-এর YouWeCan ফাউন্ডেশনের একটি চ্যারিটি গালায় উপস্থিত হয়ে তিনি বলেন—
“আমি দু’দিন আগে দাঁড়ি কালো করিয়েছি। যখন চারদিন পরপর দাঁড়ি কালো করতে হয়, তখন এর মানে সবাই বোঝেন।”
মজার ছলে বলা হলেও এ থেকেই অনেকেই বুঝেছেন, বিরাট তাঁর অবসরের সিদ্ধান্তে অনড়।
বিরাট আরও বলেন,
“রবি শাস্ত্রীর সঙ্গে কাজ না করলে আমি টেস্ট ক্রিকেটে এতদূর পৌঁছতে পারতাম না।”
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌতম গম্ভীর, রবি শাস্ত্রী, ক্রিস গেইল, কেভিন পিটারসন, ব্রায়ান লারা, সচিন তেন্ডুলকর সহ একাধিক কিংবদন্তি।
অনুষ্ঠানের মঞ্চে আড্ডায় বিরাট জানিয়ে দেন, তাঁর টেস্ট কেরিয়ারে শাস্ত্রীর ভূমিকা “অমূল্য”।
বর্ডার-গাভাসকর ট্রফির পর বিরাট রঞ্জি খেলেন, ইংল্যান্ড সিরিজে ফেরার সম্ভাবনাও ছিল। তবে সেই সুযোগ গ্রহণ না করে তিনি অবসর নেন। অনেকেই দাবি করেন, নিজের ইচ্ছেতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বিরাট।
অবসর ভাঙা নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি, জানালেন ‘দাঁড়ি সাদার’ পেছনের মানে
ইংল্যান্ড টেস্ট সিরিজে নাম না থাকায় তাঁর টেস্ট থেকে অবসর নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে জল্পনা। এবার নিজেই মজার ছলে মুখ খুললেন বিরাট কোহলি।
যুবরাজ সিং-এর YouWeCan ফাউন্ডেশনের একটি চ্যারিটি গালায় উপস্থিত হয়ে তিনি বলেন—
মজার ছলে বলা হলেও এ থেকেই অনেকেই বুঝেছেন, বিরাট তাঁর অবসরের সিদ্ধান্তে অনড়।
বিরাট আরও বলেন,
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌতম গম্ভীর, রবি শাস্ত্রী, ক্রিস গেইল, কেভিন পিটারসন, ব্রায়ান লারা, সচিন তেন্ডুলকর সহ একাধিক কিংবদন্তি।
অনুষ্ঠানের মঞ্চে আড্ডায় বিরাট জানিয়ে দেন, তাঁর টেস্ট কেরিয়ারে শাস্ত্রীর ভূমিকা “অমূল্য”।
বর্ডার-গাভাসকর ট্রফির পর বিরাট রঞ্জি খেলেন, ইংল্যান্ড সিরিজে ফেরার সম্ভাবনাও ছিল। তবে সেই সুযোগ গ্রহণ না করে তিনি অবসর নেন। অনেকেই দাবি করেন, নিজের ইচ্ছেতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বিরাট।