‘সপ্তপদী’ দিয়ে পর্দা উঠছে ৩১তম কলকাতা চলচ্চিত্র উৎসবে

৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হতে যাচ্ছে আগামী ৬ নভেম্বর। এই এক সপ্তাহের চলচ্চিত্র উৎসবের শুরুতেই প্রদর্শিত হবে উত্তম কুমার ও সুচিত্রা সেনের কালজয়ী ছবি ‘সপ্তপদী’।
নন্দনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, এই বছরের উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ নৃত্য পরিবেশন করবেন ডোনা গঙ্গোপাধ্যায়। এবারের উৎসবে মোট ৩৯টি দেশ থেকে নির্বাচিত ২১৫টি ছবি প্রদর্শিত হবে, যার মধ্যে ১৮৫টি পূর্ণদৈর্ঘ্যের এবং ৩০টি স্বল্পদৈর্ঘ্যের ছবি অন্তর্ভুক্ত রয়েছে।
ঋত্বিক ঘটকের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁকেও উৎসর্গ করা হয়েছে এই বছরটির উৎসব। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, “নতুন প্রজন্মের জন্য এটি একটি চমৎকার উদ্যোগ। ‘মেঘে ঢাকা তারা’ এখনও মানুষের মন ভালো করে তোলে।”
উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে থাকবেন জুন মালিয়া এবং পরমব্রত চট্টোপাধ্যায়। তাদের দীর্ঘকালীন সংযোগের বিষয়ে জুন মন্তব্য করেছেন, “আমি ৩১ বছর ধরে এই উৎসবের সঙ্গে যুক্ত আছি। এটা ভাবলে সত্যিই এক ধরনের নস্টালজিয়া অনুভূত হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *